সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর সংকট নিরসনে “বৈষম্য বিরোধী আইন” প্রয়োজন

2023-09-25T16:21:18+06:00August 27th, 2019|

দেশের সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য নিরসন এবং তাদের অধিকারভিত্তিক উন্নয়ন নিশ্চিতকরণে সরকারকে “বৈষম্য বিরোধী আইন” প্রণয়ন করতে হবে। দেশের সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা নিরুপণ ও বিষয়ভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে বিভিন্ন জাতীয় নীতিমালায় তাদের উন্নয়ন চাহিদাসমূহ অন্তর্ভূক্ত করা প্রয়োজন। এছাড়া দেশের স্থানীয় ও জাতীয় পর্যায়ে শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া ক্ষেত্রে সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর যুবসম্প্রদায়ের সুযোগ সৃষ্টির মাধ্যমে সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিশেষ কার্যক্রম গ্রহন করা প্রয়োজন।

বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর অবস্থান [ছবিঘর]

2018-09-06T15:51:16+06:00November 13th, 2017|

অভিযান; হেক্স/ইপার; সিপিডি; নাগরিক উদ্যোগ; রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এর যৌথ উদ্যোগে গত ১২ নভেম্বর ২০১৭ রবিবার সকাল ৯.৩০ টায়, সিরডাপ মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এর আলোকে বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর অবস্থান’ শিরোনামে একটি সংলাপ অনুষ্ঠিত হয়।

মধ্যম আয়ের দেশ হওয়ার ক্রান্তিলগ্নে বাংলাদেশে দলিতদের প্রতি বৈষম্য উচিত নয়

2023-09-25T14:14:43+06:00November 13th, 2017|

বাংলাদেশ অতি শীঘ্রই মধ্যম আয়ের দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে। কিন্তু এখনও দেশের দলিত জনগোষ্ঠী নিদারুণ বৈষম্যের শিকার হয়ে জীবনধারণ করছে। এই অসমতার অবসান ঘটানো সম্ভব এসডিজির মৌলিক চেতনা, ‘কাউকে পেছনে রাখা যাবে না’ এর যথার্থ উপলব্ধি ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে।

Go to Top