ব্রতী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গত ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার দুপুর ৩.০০ টায় সংস্থার প্রধান কার্যালয়ের কর্মীদের অংশগ্রহণে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ব্রতী কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদ। সভায় পরিচালক রঘু নাথ রাহা, প্রকল্প সমন্বয়কারী মোঃ আলী হোসেন, ম্যানেজার অপারেশনস্ মোঃ রফিকুল ইসলামসহ কর্মীগণ অংশগ্রহণ করেন। সভার শুরুতে শারমীন মুরশিদ বলেন, বৈশ্বিক অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্রতী তার নিজস্ব সামর্থ্যরে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা বাংলাদেশে এসডিজি অর্জনে ভূমিকা রাখছে। তিনি ব্রতীর কাজ কোন কোন লক্ষ্যমাত্রায় প্রভাব ফেলবে তা বিশ্লেষণ ও তথ্যায়ন করার ওপর গুরুত্ব আরোপ করেন।

SDG-Orientation_Brotee_2

অবহিতকরণ সভায় এসডিজি -এর ১৭টি অভীষ্ট এবং উল্লেখযোগ্য লক্ষ্যমাত্রাসমূহ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় এসডিজি-এর আলোকে ব্রতী’র কার্যক্রম ও অর্জিত সফলতা এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর কার্যক্রমে ব্রতী’র ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। অবহিতকরণ সভা সঞ্চালনা করেন ব্রতী’র আইনী সেবা প্রকল্পের সমন্বয়কারী এবং নাগরিক প্ল্যাটফম-এ ব্রতী’র ফোকাল পার্সন শশাঙ্ক বরণ রায়। কর্মশালায় পরবর্তীতে কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা এবং মাঠ পর্যায়ে কর্মীদের নিয়ে অনুরূপ অবহিতকরণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।