বাংলাদেশ কি শ্রীলঙ্কার পথে ধাবিত হচ্ছে?
সম্প্রতি বাংলাদেশের সরকারি দায়-দেনার পরিমাণ ও সেটি পরিশোধ করার সক্ষমতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। প্রথমত, বিগত সময়ে অভ্যন্তরীণ ও বৈদেশিক খাত থেকে গৃহীত ঋণ পরিশোধের সময় এগিয়ে আসছে। দ্বিতীয়ত, দায়-দেনা নিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর অভিজ্ঞতা, বিশেষ করে শ্রীলঙ্কায় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই আলোচনা আরও গতি পেয়েছে।