গত ১৩ জুলাই, ২০১৭ তারিখ সকাল ১১:০০ মিনিটে সিরডাপ মিলানায়তনে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচিত সম্মানিত মেয়র ও কাউন্সিলরদের সাথে নিরাপদ ও নারীবান্ধব ঢাকা মহানগর’’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র সাঈদ খোকনের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণ বশত তিনি উপস্থিত থাকতে পারেন নাই। সভায় সভপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। সভায় বাংলাদেশ মহিলা পরিষদের লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি রেখা চৌধুরী। সভাটি পরিচালনা করেন সংগঠনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খোদেজা আক্তার নাজমা

স্থানীয় সরকারের একটি অন্যতম গুরূত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের ভূমিকা অত্যন্ত গুরূত্বপূর্ণ। অসংখ্য সমস্যায় জর্জরিত ঢাকা মহানগরে বসবাসরত নাগরিকেরা যে নিরাপদে ও স্বস্তিতে নেই তা সকলেরই জানা। এই মহানগরের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই নারীদের জন্য এই মহানগর অনিরাপদ, নারীবান্ধব নয় তাও সকলের জানা। এই শহরের রাস্তা-ঘাট, গণপরিবহন, কর্মস্থল, আবাসিকস্থল, হোটেল, পার্ক সেগুলোতেও নারীরা প্রতিনিয়ত যৌন হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছে। কিন্তু তারপরও প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই শহরে অসংখ্য নারী-পুরুষ ছুটে আসে যারা নিজের জীবন জীবিকার পাশাপাশি জাতীয় অর্থনীতির চালিকা শক্তি হিসেবে দায়িত্ব পালন করছে এবং উন্নয়নে ভূমিকা রাখছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার এবং ২০৩০ সালে টেকসই উন্নয়নের লক্ষে সমতাপূর্ণ বিশ্ব গড়ার বৈশ্বিক উন্নয়নের যে কর্মসূচি সেই কর্মসূচির অংশিদার বাংলাদেশ। এই পরিকল্পনা বাস্তবায়নে এসডিজির লক্ষ অর্জনে নগরীগুলোর ভূমিকা বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। একটি সমতাপূর্ণ নগর গড়ার লক্ষে বিশ্বের বিভিন্ন নগরিতে বিশেষ বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যা থেকে ঢাকা মহানগরি বিশেষত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি পিছিয়ে থাকবেন না বলে সকলের প্রত্যাশা। মূলত নিরপাদ ও নারী বান্ধব ঢাকা গড়ার লক্ষে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সলারদের সাথে এই সভার আয়োজন করা হয়।

সাসটেনেবল ডেভলপমেন্ট গোল বা স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্য মাত্রার মেট ১৬ টি লক্ষের ৬ এবং ১১ বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন [Clean Water & Sanitation]; টেকসই নগর ও কমিউনিটি [Sustainable Cities and Communities] . বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এই মতবিনিময় সভাটির লক্ষ সাসটেনেবল ডেভলপমেন্ট গোল বা স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্য এই দুইটি লক্ষমাত্রার সাথে একিভূত।

সভার মুক্ত আলোচনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আগত ৬ জন বক্তা অংশ গ্রহণ করেন।