ব্রতী সমাজ কল্যাণ সংস্থা একটি অধিকার ভিত্তিক সংগঠন। সংস্থাটি ২০০১ সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠি বিশেষ করে আদিবাসী জনগনের অধিকার আদায়ে কাজ করে আসছে। “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” ২০১৯ সালের আন্তর্জাতিক নারী দিবসের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ব্রতী সমাজ কল্যাণ সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগিতায়, উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থার সাথে যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিলঃ মানববন্ধন, র্যালী, আলোচনা সভা, নারী উন্নয়ন মেলা, নারী অধিকার বিষয়ক ঘোষণা পত্র পাঠ এবং নারী জাগরণে সাংস্কৃতিক অনুষ্ঠান। নওগাঁ জেলায় পত্নীতলা, সাপাহার, মান্দা, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় ২৮টি ইউনিয়নে ১৭৭টি গ্রামে এবং রাজশাহী জেলায় তনোর উপজেলায় ৭টি ইউনিয়নে ৮৩টি গ্রামে ব্রতী’র তরুণ গণগবেষকদের উদ্যোগে একযোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়।
পত্নীতলা উপজেলা পর্যায়ে ৬ মার্চ, ২০১৯ তারিখে মানববন্ধন, ৮ ও ৯ মার্চ নারী উন্নয়ন মেলা, ৯ মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম মানববন্ধনের উদ্বোধন করেন এবং আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন। তিনি উপজেলা প্রশাসনের অন্যান্য কমকর্তাসহ নারী উন্নয়ন মেলায় আয়েজিত এনজিও ও সরকারী প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন এবং এনজিও সমূহের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। নারী উন্নয়ন মেলা চলাকালীন সময়েই নারী উন্নয়ন মেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২ দিনের নারী উন্নয়ন মেলা শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহকে স্বীকৃতিস্বারূপ সার্টিফিকেট প্রদান করেন।
সাপাহার উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা, সাপাহার বালিকা উচ্চ বিদ্যালয় এবং জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর সাথে যৌথভাবে ব্রতী সমাজ কল্যাণ সংস্থা ৬ মার্চ, ২০১৯ তারিখে মানববন্ধন এবং ৮ মার্চ, ২০১৯ আলোচনা সভা করেন। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার জনাব কল্যাণ চৌধুরী মানববন্ধনের উদ্বোধন করেন এবং ৮ মার্চ, ২০১৯ তারিখে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলার তানোর উপজেলায় এবং নওগাঁ জেলার পত্নীতলা, সাপাহার, মান্দা, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় ৬, ৮ ও ১০ মার্চ, ২০১৯ তারিখে ইউনিয়ন পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যগন, মহিলা মেম্বার, গ্রামের তরুণ গণগবেষকগন, উপদেষ্টা সদস্য, সমবায় সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামের সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় নারী অধিকার বিষয়ক ব্রতীর কার্যক্রম, আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব, তাৎপর্য, নারী-পুরুষের অধিকার, গ্রামের নারীদের অবস্থান, মেয়েদের পড়াশুনা, নারী নির্যাতনের চিত্র সকলের সামনে তুলে ধরেন।
আলোচিত মেয়ে শিশুর দাবিসমূহ নিম্নরূপঃ
- আমরা কন্যা ও ছেলে শিশুরা যৌন নির্যাতনের শিকার হই;
- আমরা বাল্যবিবাহের শিকার হই;
- ধর্ষণ ও গণধর্ষণের শিকার হই;
- ইয়াবা ও মাদকাসক্ততা হই এবং এর কারণে পুরুষের দ্বারা নির্যাতনের শিকার হই;
ছেলে শিশু-পুরুষদের শপথঃ
- আমরা শিশু যৌন নির্যাতন করবো না আর কাউকে করতেও দিব না;
- গ্রামে কোন বাল্যবিবাহ হতে দিব না;
- গ্রামে কোন ধর্ষণ বা গনধর্ষণ হতে দিব না;
- ইয়াবা/মাদকাসক্তে আসক্ত হবো না, কাউকে ইয়াবা সেবন বা বহন করতে দিব না।