বেগমগঞ্জ উপজেলা

“সহিংসতা রুখবো শান্তির দেশ গড়বো” শ্লোগানকে কেন্দ্র করে স্টপ ভায়োলেন্স কোয়ালিশন এর পক্ষে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে ব্রাহ্মণবাড়ীয়া জেলায় নাসিরনগরে ৩০ অক্টোবর ২০১৬খ্রিঃ তারিখ থেকে সংঘটিত কয়েক দফা সাম্প্রদায়িক সহিংসতা সহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন এবং বর্বরোচিত হামলা, সন্ত্রাস, জঙ্গী তৎপরতার প্রতিবাদে ১৩ নভেম্বর ২০১৬খ্রিঃ তারিখে সকাল ১১.৩০ ঘটিকায় বেগমগঞ্জ উপজেলার ব্যস্ততম এবং বানিজ্যিক কেন্দ্র চৌমুহনী এলাকার টাউন হল প্রাঙ্গনে একটি মানব বন্ধন করা হয়েছে। উন্নয়ন কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী নেতা, শ্রমিক, সরকারী কর্মচারী, সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় নেতা সহ সর্বস্তরের পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অত্র এলাকার মাননীয় সাংসদ জনাব মামুনুর রশীদ কিরণ, চৌমুহনী পৌরসভার মেয়র, ইউ এন ও বেগমগঞ্জ, জালালউদ্দিন কলেজের অধ্যক্ষ, গান্ধী আশ্রম ট্রাস্টের পিস্ কো-অর্ডিনেটর অসীম কুমার বক্সী প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তাগণ সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়ীয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন, তাদের বাড়ীঘর-মন্দির ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্তদেরকে দ্রুততার সাথে পুনর্বাসনসহ গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবী তুলে ধরেন। বক্তাগণ বাংলাদেশের সাম্প্রদায়িক ইতিহাস ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সাম্প্রদায়িক গোষ্ঠীর ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার জন্য ধর্ম-বর্ন-নারী-পুরুষ-শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরের শান্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমমর্যাদার অধিকারী এবং আইনের দৃষ্টিতে সবাই সমান। বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখা এবং টেকসই উন্নয়নের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা আজ সময়ের দাবী উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর এবং গেয়েন্দা সংস্থা সমূহের তৎপরতা বৃদ্ধি করে সময়মত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সরকারের সু-দৃষ্টি কামনা করা হয়। ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রশাসনিক কোনো দুর্বলতা ছিল কিনা, দেশী বিদেশী কোন ষড়যন্ত্র আছে কিনা, কাদের ইশারায় এবং স্বার্থে এই ধরনের ঘটনা ঘটেছে -এসব কিছর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবী জানানো হয়। স্টপ ভায়োলেন্স কোয়ালিশন (SVC) এর পক্ষ থেকে ধর্মের ভিত্তিতে নয়; বরং হামলাকারীদের সংখ্যালঘু এবং শান্তিপ্রিয় মানুষকে সংখ্যাগুরু হিসেবে উল্লেখ করে প্রকৃত ইসলাম ধর্মের অনুসারীরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রুখে দিয়ে বাংলাদেশের অমুসলিম ধর্মানুসারীদের পাশে থাকবে মর্মে অঙ্গীকার ব্যক্ত করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে সবার সহযোগীতা এবং লাল সবুজের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে আহবান জানানো হয়।

 

নোয়াখালী সদর

“সহিংসতা রুখবো শান্তির দেশ গড়বো” শ্লোগানকে কেন্দ্র করে স্টপ ভায়োলেন্স কোয়ালিশন এর পক্ষে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে ব্রাহ্মণবাড়ীয়া জেলায় নাসিরনগরে ৩০ অক্টোবর ২০১৬খ্রিঃ তারিখ থেকে সংঘটিত কয়েক দফা সাম্প্রদায়িক সহিংসতা সহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন এবং বর্বরোচিত হামলার প্রতিবাদে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে গত ০৩ নভেম্বর ২০১৬খ্রিঃ তারিখে সকাল ১০.৩০ ঘটিকায় একটি মানব বন্ধন করা হয়েছে। গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক জনাব রাহা নব কুমারের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার শান্তিকামী শতাধিক নারী-পুরুষ মানব বন্ধনে অংশগ্রহণ করেন। মানব বন্ধনে স্টপ ভায়োলেন্স কোয়ালিশন এবং জেলা পর্যায়ে শান্তি কমিটির সদস্য বেসরকারী উন্নয়ন সংস্থা এন আর ডি এস এর প্রধান সমন্বয়কারী জনাব আবদুল আউয়াল, প্রান (চজঅঘ)এর নির্বাহী পরিচালক জনাব নুরুল আলম মাসুদ, বন্ধন এর নির্বাহী পরিচালক জনাব আমিনুজ্জামান, ঘরনী এর নির্বাহী পরিচালক জনাব পপি রহমান, জাতীয় তেল গ্যাস খনিজ অনুসন্ধান এবং বন্দর রক্ষা কমিটির নোয়াখালী শাখার আহ্বায়ক জনাব আ. ন. ম জাহের উদ্দিন, এডভোকেট জনাব মোল্লা হাবিবুর রাছুল মামুন, এডভোকেট জনাব শ্যামল কান্তি, সাংবাদিক জনাব জামাল হোসেন বিষাদ (বৈশাখী টিভি), জনাব সুমন ভৌমিক (দৈনিক বনিক বার্তা) প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তাগণ সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়ীয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন, তাদের বাড়ীঘর-মন্দির ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্তদেরকে দ্রুততার সাথে পুনর্বাসনসহ গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবী তুলে ধরেন। বক্তাগণ বাংলাদেশের সাম্প্রদায়িক ইতিহাস ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সাম্প্রদায়িক গোষ্ঠীর ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার জন্য ধর্ম-বর্ন-নারী-পুরুষ-শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরের শান্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখা এবং টেকসই উন্নয়নের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা আজ সময়ের দাবী উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর এবং গেয়েন্দা সংস্থা সমূহের তৎপরতা বৃদ্ধি করে সময়মত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সরকারের সু-দৃষ্টি কামনা করা হয়। ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রশাসনিক কোনো দুর্বলতা ছিল কিনা, দেশী বিদেশী কোন ষড়যন্ত্র আছে কিনা, কাদের ইশারায় এবং স্বার্থে এই ধরনের ঘটনা ঘটেছে- এসব কিছুর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবী জানানো হয়। স্টপ ভায়োলেন্স কোয়ালিশন (SVC) এর পক্ষ থেকে ধর্মের ভিত্তিতে নয়; বরং হামলাকারীদের সংখ্যালঘু এবং শান্তিপ্রিয় মানুষকে সংখ্যাগুরু হিসেবে উল্লেখ করে প্রকৃত ইসলাম ধর্মের অনুসারীরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রুখে দিয়ে বাংলাদেশের অমুসলিম ধর্মানুসারীদের পাশে থাকবে মর্মে অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে সবার সহযোগীতা কামনা করা হয়।