গান্ধী আশ্রম ট্রাস্ট
জয়াগ, সোনাইমুড়ী, নোয়াখালী।
গান্ধী আশ্রম ট্রাস্টের সহাযোগীতায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের জনচাহিদা নিরূপনের ধারাবাহিকতায় বিগত ১৯ ফেব্রুয়ারি ২০১৭ খ্রিঃ তারিখে ০৩ নং ওয়ার্ডের ওয়ার্ড উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন। উক্ত সভায় উপদেষ্টা হিসেবে সংশ্লিষ্ট সংরক্ষিত (ওয়ার্ড ১,২,৩) নারী সদস্য মাহমুদা আক্তার, স্থানীয় জনগণ, বিভিন্ন উন্নয়ন ফোরামের সদস্য, সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ, সাংবাদিক, স্কুল শিক্ষক, স্থানীয় রাজনৈতিক কর্মীসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সভায় সঞ্চালনা করেন গান্ধী আশ্রম ট্রাস্টের উপজেলা ম্যানেজার ফৌজিয়া নাজনীন। সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ তাদের এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প চাহিদা উল্লেখ করেন। সভাপতি বলেন, স্থানীয় সরকার পরিষদ (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুসারে ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ, যাচাই-বাছাই এবং অগ্রাধিকার ভিত্তিতে তার বাস্তবায়নে ইউনিয়ন পরিষদবর্গ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। ইউনিয়ন পরিষদকে শক্তিশালীকরণ এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে গান্ধী আশ্রম ট্রাস্ট কর্তৃক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।