গান্ধী আশ্রম ট্রাস্ট
জয়াগ, সোনাইমুড়ী, নোয়াখালী।
গান্ধী আশ্রম ট্রাস্ট’র মানবাধিকার ও সুশাসন কর্মসূচীর আওতাধীন নোয়াখালী জেলায় বেগমগঞ্জ উপজেলার অর্ন্তগত আমানউল্যাহ্পুর ইউনিয়নে ১০জন প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীকে ১৯ মার্চ ২০১৭ খ্রিঃ তারিখে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ ১০টি সেলাই মেশিন প্রদান করেন। সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে আমানউল্যাহ্পুর ইউনিয়ন পরিষদবর্গ, গান্ধী আশ্রম ট্রাস্ট এর মনিটরিং অফিসার আজগর আলী, উপজেলা ম্যানেজার ফৌজিয়া নাজনীন, মানবাধিকার বিষয়ক ইউনিয়ন কমিটি, সুশীল সমাজ, সরকারী এবং বেসরকারী সংস্থার ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধগণ উপস্থিত ছিলেন। গান্ধী আশ্রম ট্রাস্ট বৃহত্তর নোয়াখালীতে জনগণের ক্ষমতায়ন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণে বিভিন্ন উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জাতীয় উন্নয়নের প্রয়াস গ্রহণ করেছে। সুশাসন ও মানবাধিকার প্রকল্প কার্যক্রমের ধারাবাহিকতায় দরিদ্র মানুষ বিশেষ করে দরিদ্র নারীদের চিহ্নিতকরণ, তালিকা প্রণয়ন এবং পরবর্তীতে তাদের দক্ষতা উন্নয়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় সেলাই ও দর্জি বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে আসছে। দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে আমানউল্যাহ্পুর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে আয়বর্ধক কাজের অংশ হিসেবে সেলাই মেশিন প্রদান করা হয়।