টেকসই উত্তরণে চাই কার্যকর কৌশল – দেবপ্রিয় ভট্টাচার্য

2021-02-27T16:52:54+06:00February 26th, 2021|

এলডিসি থেকে বের হলে বাংলাদেশের সুবিধা কী? প্রথমেই বলা যায়, এটি আমাদের উন্নয়নের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। এলডিসি থেকে বের হলে আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে ক্রেডিট রেটিং আগের চেয়ে বাড়বে এবং এখনকার চেয়ে কম সুদে ঋণ পাওয়া যেতে পারে।