সংলাপ সংকলন: জাতীয় উন্নয়ন, স্থানীয় বাস্তবতা ও নাগরিক অধিকার
২০২২ সালে নাগরিক প্ল্যাটফর্ম দেশের সাতটি জেলায় নাগরিক পরামর্শ সভার আয়োজন করে। যার সারসংক্ষেপ এ সংকলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
২০২২ সালে নাগরিক প্ল্যাটফর্ম দেশের সাতটি জেলায় নাগরিক পরামর্শ সভার আয়োজন করে। যার সারসংক্ষেপ এ সংকলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতি ২০১১-এর মূল স্লোগান হলো, সুস্বাস্থ্য উন্নয়নের হাতিয়ার। এই স্বাস্থ্য নীতির শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাস্থ্য মানবসম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে সার্বজনীনভাবে স্বীকৃত’।
করোনা অতিমারি জাতীয় ও বিশ্বব্যাপী বিভিন্ন মাত্রায় ক্ষতির সৃষ্টি করেছে। সমগ্র বিশ্ব যখন এ ক্ষতি কাতিয়ে উঠছিলো, ঠিক তখনই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিশ্বব্যাপী অনিশ্চয়তার ফর ভোগ করছে।
বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন তথা আগামী দিনের পথচলাকে প্রভাবিত করা এবং তাঁর সঠিক দিকনির্দেশনার নিরিখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-র বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাগরিক প্ল্যাটফর্ম স্থানীয় সমাজের ব্যক্তিদের নিয়ে ২০২২ সালের ২ অক্টোবর চট্টগ্রামে একটি নাগরিক পরামর্শ সভার আয়োজন করে। সভায় চট্টগ্রামের সুশীল সমাজ, নাগরিক প্রতিনিধি, অ্যাকাডেমিয়াসহ সমাজের বিভিন্ন অংশ থেকে মোট ৩০ জন প্রতিনিধি অংশ নেন এবং তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় ও তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। অথচ এ উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কিনা, সে সব বিষয়ে আলোচনা খুবই সীমিত। যাদের উদ্দেশ্য করে এসব উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, স্থানীয় পর্যায় থেকে এ বিষয়গুলোকে তারা কীভাবে মূল্যায়ন করছেন, তা সঠিকভাবে জানা জরুরি।