songবিশেষত নারী পিছিয়ে পড়া জনগোষ্ঠীরসহ সকল প্রান্তিক সম্প্রদায়ের কন্ঠস্বর শাসন ব্যবস্থাপর প্রতিটি স্তরে যাতে প্রতিফলিত হয়। বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা অর্ন্তভুক্তির ভিত্তিতে একটি জনমুখী মাসন ব্যবস্থার মডেল তৈরি করা জরুরি হয়ে পড়েছে।  

এই প্রেক্ষাপটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম,বাংলাদেশ গত  ডিসেম্বর, ২০২৪ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলেসুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাশীর্ষক নাগরিক সম্মেলনের আয়োজন করে।  ইউএনডিপি বাংলাদেশ এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন সম্মেলন আয়োজনে সহযোগিতা করে।  

স্থানীয় জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী বিতর্ককে প্রভাবিত করা এবং শাসন ব্যবস্থায় নাগরিকদের বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিকা ছিল এই সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্যনীতি প্রণয়ন সরকারি সেবা সরবরাহের পরিকল্পনা, বাস্তবায়ন সরবরাহ প্রক্রিয়ায় জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর সম্মেলনে আলোকপাত করা হয়। স্বাস্থ্য, শিক্ষা   সামাজিক সুরক্ষার  মতো সরকারি সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে কীভাবে আরও কার্যকরভাবে পৌছানো যায়, তা নিয়ে একটি মডেল শাসন ব্যবস্থার কৌশল প্রণয়ন নিয়ে আলোচনা হয়। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল প্রাতিষ্ঠানিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন বিষয়ে একটি সংলাপের সুচনা করা।  

সমাপনী অধিবেশন সম্পর্কে 

ডিসেম্বর, ২০২৪সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার : অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীর আকাঙ্খাশিরোনামের নাগরিক সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবশেন সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ( সিপিডি) সম্মাননীয় ফেলো . রওনক জাহানসঞ্চালনা করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এর আহবায়ক এবং সিপিডির সম্মাননীয় ফেলো . দেবপ্রিয় ভট্টাচার্য ।   

সমাপনী অধিবশেনর শুরুতে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক তারাননুম জিনান মঞ্চে  আলোচকদের স্বাগত জানান। জনসম্পৃক্ত সংস্কারে নিজেদের কীভাবে সম্পৃক্ত করা যাবে, সে বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীদের মতামত দিতে তিনি আহবান জানান।  

আগের দিনের নিজেদের উপস্থাপিত মূল প্রবন্ধ এবং তার ওপর আলোচনার সার-সংক্ষেপ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ( এআইইউবি) এর অর্থনীতি বিভাগের প্রধান ড. ফারিহা সুলতানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান।  

সমাপনী অধিবশেন নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রধান সোনালী দয়ারত্নে, সিপিডির সম্মাননীয় ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্মের কোরগ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, দুদক সংস্কার কমিশনের প্রধান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যৌাল বাংলাদশ (টিআইবি) এর  নির্বাহী পরিচালক . ইফতেখারুজ্জামান এবং নির্বাচন ব্যবস্তা সংস্কার  কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার । অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এর  আহবায়ক এবং সিপিডির সম্মাননীয় ফেলো  . দেবপ্রিয় ভট্টাচার্য।  

অনুষ্ঠানের শুরুতে পিছিয়ে পড়া বিভিন্ন কমিউনিটির সমস্যার ওপর তাদের বক্তব্য নিয়ে ধারণ করা একটি ভিডিও প্রচার করা হয়। ধারণকৃত ভিডিওতে অংশগ্রহণকারীরা তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তাসামাজিক সুরক্ষার ভাতা বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সরকারি চাকরিতে ঘুষ বন্ধসহ নানা দাবি করেন। এসব বিষয়ে সম্মেলনে আসা প্রতিনিধিদের অনেকেই বক্তব্য দেন।