বর্তমানে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেদীর্ঘদিন ধরে বিদ্যমান প্রাতিষ্ঠানিক অকার্যকারিতা এবং অন্তর্ভুক্তিমূলকতার অভাব মোকাবিলার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জবাবদিহিতা শক্তিশালীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেসাম্প্রতিককালের শাসন ব্যবস্থার সমস্যাগুলো একটি সামগ্রিক সংস্কারের প্রয়োজনীতা তুলে ধরেছেবিশেষত নারী পিছিয়ে পড়া জনগোষ্ঠীরসহ সকল প্রান্তিক সম্প্রদায়ের কন্ঠস্বর শাসন ব্যবস্থাপর প্রতিটি স্তরে যাতে প্রতিফলিত হয়বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা অর্ন্তভুক্তির ভিত্তিতে একটি জনমুখী মাসন ব্যবস্থার মডেল তৈরি করা জরুরি হয়ে পড়েছে।  

এই প্রেক্ষাপটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম,বাংলাদেশ গত ডিসেম্বর, ২০২৪ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলেসুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাশীর্ষক নাগরিক সম্মেলনের আয়োজন করে।  ইউএনডিপি বাংলাদেশ এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন সম্মেলন আয়োজনে সহযোগিতা করে।  

স্থানীয় জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী বিতর্ককে প্রভাবিত করা এবং শাসন ব্যবস্থায় নাগরিকদের বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিকা ছিল এই সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্যনীতি প্রণয়ন সরকারি সেবা সরবরাহের পরিকল্পনা, বাস্তবায়ন সরবরাহ প্রক্রিয়ায় জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর সম্মেলনে আলোকপাত করা হয়স্বাস্থ্য, শিক্ষা   সামাজিক সুরক্ষার  মতো সরকারি সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে কীভাবে আরও কার্যকরভাবে পৌছানো যায়, তা নিয়ে একটি মডেল শাসন ব্যবস্থার কৌশল প্রণয়ন নিয়ে আলোচনা হয়সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল প্রাতিষ্ঠানিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন বিষয়ে একটি সংলাপের সুচনা করা।  

প্রথম কর্ম অধিবেশন সম্পর্কে 

৮ ‍ডিসেম্বর, ২০২৪ তারিখ সকালে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের  পর প্রথম কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়প্রথম কর্ম অধিবেশনের বিষয় ছিল –  স্থানীয় সরকারি কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহণ  এবং ক্ষমতায়ন নিশ্চিতকরণ  ( কাউকে পেছনে ফেলে না রাখাকে গুরুত্ব দিয়ে ) । এই অধিবেশনে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য এবং জাতীয় মাননাধিকার কমিশনের  সাবেক সদস্য নিরূপা দেওয়ানবিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক . নুরুল হুদা সাকিবনির্ধারিত আলোচক ছিলেন ব্র্যাক ইনষ্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এর সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম. হাসান, ইকো-সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাজাইজেশন (ইসডিও) এর প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।