বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতি ২০১১-এর মূল স্লোগান হলো, সুস্বাস্থ্য উন্নয়নের হাতিয়ার। এই স্বাস্থ্য নীতির শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাস্থ্য মানবসম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে সার্বজনীনভাবে স্বীকৃত’। কিন্তু যখন শুধু পেশাগত কারণেই কোনো বিশেষ জনগোষ্ঠীর মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ে, মানবসম্পদ তথ্য সার্বিক উন্নয়নই ব্যাহত হয়। বাংলাদেশে এরকমই একটি জনগোষ্ঠী, যারা নিজেদের পেশার কারণেই প্রতিনিয়ত স্বাস্থ্যঝুকির সাথে লড়াই করছেন। বিভিন্ন আইন ও নীতিমালার বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং স্বাস্থ্যসম্মত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে এর কোনো ফল পাওয়া যাচ্ছে না।

প্রকাশকাল: মার্চ ২০২৩

Download