বর্তমানে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে বিদ্যমান প্রাতিষ্ঠানিক অকার্যকারিতা এবং অন্তর্ভুক্তিমূলকতার অভাব মোকাবিলার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও জবাবদিহিতা শক্তিশালীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিককালের শাসন ব্যবস্থার সমস্যাগুলো একটি সামগ্রিক সংস্কারের প্রয়োজনীতা তুলে ধরেছে। বিশেষত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীরসহ সকল প্রান্তিক সম্প্রদায়ের কন্ঠস্বর শাসন ব্যবস্থাপর প্রতিটি স্তরে যাতে প্রতিফলিত হয়। বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্ন্তভুক্তির ভিত্তিতে একটি জনমুখী মাসন ব্যবস্থার মডেল তৈরি করা জরুরি হয়ে পড়েছে।
এই প্রেক্ষাপটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম,বাংলাদেশ গত ৮–৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে ‘সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা’ শীর্ষক নাগরিক সম্মেলনের আয়োজন করে। ইউএনডিপি বাংলাদেশ এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো–অপারেশন সম্মেলন আয়োজনে সহযোগিতা করে।
স্থানীয় ও জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী বিতর্ককে প্রভাবিত করা এবং শাসন ব্যবস্থায় নাগরিকদের বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিকা ছিল এই সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্য । নীতি প্রণয়ন ও সরকারি সেবা সরবরাহের পরিকল্পনা, বাস্তবায়ন ও সরবরাহ প্রক্রিয়ায় জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর সম্মেলনে আলোকপাত করা হয়। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার মতো সরকারি সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে কীভাবে আরও কার্যকরভাবে পৌছানো যায়, তা নিয়ে একটি মডেল শাসন ব্যবস্থার কৌশল প্রণয়ন নিয়ে আলোচনা হয়। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল প্রাতিষ্ঠানিক পরিবর্তন ও রাজনৈতিক পরিবর্তন বিষয়ে একটি সংলাপের সুচনা করা।
তৃতীয় কর্ম অধিবেশন সম্পর্কে
`জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠস্বর, অংশগ্রহণ এবং ক্ষমতায়ন জোরদার’ শিরোনামের অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) এর নির্বাহী পরিচালক ব্যারিষ্টার সারা হোসেন । মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সেন্টার ফর পিস অ্যান্ড জাষ্টিসের সিনিয়র ফেলো ড. ফস্টিনা পেরেইরা এবং সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ।
Leave A Comment