জাতীয় উন্নয়নে যে সকল পরিকল্পনা গৃহীত হয় তার সাথে প্রায়শই স্থানীয় পর্যায়ে উন্নয়ন চাহিদার অসমাঞ্জস্য লক্ষ্য করা যায়বিশেষত সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছানোর ক্ষেত্রে এটি একটি বড় প্রতিবন্ধকতাঅথচউন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে নিয়ে যেতে না পারলে এসডিজির অভীষ্টলক্ষ্যসমূহ অর্জন করা সম্ভব হবে না, এবং এসডিজির মূল দর্শনকাউকে পেছনে রাখা যাবে না’ এ প্রত্যয়ও বাস্তবায়িত হবে না।  যাদের জীবনমানের উন্নতির জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, স্থানীয় পর্যায়ে তারা সেগুলিকে কীভাবে মূল্যায়ন করছেন তা সঠিকভাবে জানা অত্যন্ত জরুরিকিন্তু, প্রান্তিক জনগণের কন্ঠস্বর উচ্চকিত করাতাদের অভিমত মূলধারায় প্রতিষ্ঠিত করার সুযোগ সীমিতই থেকে যাচ্ছেউন্নয়ন পরিকল্পনাস্থানীয় বাস্তবতার এই প্রথাগত টানাপোড়ন বাংলাদেশের সুবিধাবঞ্চিতপিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিজ্ঞতার মাপকাঠিতে যাচাই করা প্রয়োজনউন্নয়নের সুফল সবাই সমানভাবে পাচ্ছে কি না, লিঙ্গঅঞ্চলভিত্তিক বৈষম্য রয়েছে কি না প্রভৃতি বিষয় নিয়ে আলোচনামত বিনিময় নাগরিক অধিকার প্রতিষ্ঠাজবাবদিহিতা মূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্তএরই পরিপ্রেক্ষিতে নাগরিক প্ল্যাটফর্ম স্থানীয় সমাজের এসব ব্যক্তিকে নিয়ে ২০২২ সালের জুলাই খুলনায় একটি নাগরিক পরামর্শ সভার আয়োজন করেওই সভায় স্থানীয় পর্যায়ের নাগরিক সমাজের ৬১ জন প্রতিনিধি অংশ নেন এবং তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন 

প্রকাশকাল: নভেম্বর ২০২২

Download