বাংলাদেশ মহিলা পরিষদ বৈশ্বিক কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতেও তার কার্যক্রম যথাসম্ভব অব্যাহত রাখার চেষ্টা করেছে। এই সময়ে বিশেষ উল্লেখযোগ্য যে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করেছে তা নিম্নে উল্লেখ করা হলঃ

  • বাংলাদেশ মহিলা পরিষদ বৈশ্বিক কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে এ সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্যবিধি সকলকে মেনে চলার পরামর্শ দিয়ে সকল জেলা শাখা এবং তৃণমূল শাখাকে সার্কুলার প্রেরণ করেছে।
  • সার্কুলারে প্রেরণকৃত নির্দেশনাসমূহ তৃণমূল শাখার নারীরা তাদের পরিচিতজনদের সাথে টেলিফোনে আলোচনা করে সকলকে এ বিষয়ে অবহিত করার মাধ্যমে সচেতন করছে।
  • বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং জেলা শাখার মাধ্যমে প্রান্তিক নারী জনগোষ্ঠীকে (গৃহকর্মী, গার্মেন্টস কর্মী, নির্মাণ-শ্রমিক) ক্যাশ মানি, খাদ্য- স্বাস্থ্য সরঞ্জাম (ত্রাণ) প্রদান করা হয়েছে।
  • কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রোমো তৈরি করে রেডিও স্বাধীন-এর মাধ্যমে প্রচার করা হয়েছে।
  • এই দূর্যোগকালীন সময়ে বাংলাদেশ মহিলা পরিষদ পর্যবেক্ষণ করেছে যে নারীর প্রতি পারিবারিক সহিংসতা সহ বিভিন্ন সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সরকারের নীতি নির্ধারকদের কাছে চিঠি প্রাদান করেছে।
  • নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পত্রিকায় বিবৃতি দিয়েছে এবং পুনরাবৃত্তি রোধে সকলকে এ বিষয়ে সোচ্চার হবার আহবান জানিয়েছে। একই সাথে এ বিষয়গুলোতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে।
  • এই সময়ে নারী কন্যার প্রতি সহিংসতা বিষয়ে আইনগত সাহায্য প্রাদানের জন্য মোবাইল নং জানিয়ে টিভির স্ক্রল প্রচার করা হয়েছে।
  • এই সময়ে নারী কন্যার প্রতি সহিংসতা বিষয়ে অন লাইনে/মোবাইলে আইনগত পরামর্শ প্রদান ও মনো-সামাজিক কাউন্সিলিং প্রদান করা হয়েছে।
  • এই সংকটকালীন সময়ে বাংলাদেশ মহিলা পরিষদ এর কয়েকটি জেলা শাখা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেশ কয়েকটি বাল্যবিবাহ ঘটনাকেন্দ্রে গিয়ে বন্ধ করেছে।
  • এই সময়ে বাংলাদেশ মহিলা পরিষদের সংগঠকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ নিয়মিতভাবে অনলাইন এবং ওয়েবিনার মিটিং এর মাধ্যমে সামগ্রিক বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেছে এবং সংশ্লিষ্ট পর্যায়ে সুপারিশ প্রদান করেছে।
  • কোভিড-১৯ সংক্রমণ নারীর প্রান্তিকতাকে যাতে আরো বৃদ্ধি করতে না পারে সেজন্য আগামী অর্থবছরের বাজেটে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা দরকার এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদদের সাথে প্রাক বাজেট মতবিনিময় সভা (অনলাইনে) করে প্রাপ্ত সুপারিশ সমূহ সরকারের নিকট প্রেরণ করেছে।
  • বাংলাদেশ মহিলা পরিষদ ফেসবুকের মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার জন্য এবং নারীর মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান প্রচার করেছে।
  • এই সময়ে বাংলাদেশ মহিলা পরিষদের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ অনলাইনে নারীদের স্বাস্থ্য ও প্রসূতি স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে।
  • কোভিড -১৯ সংক্রমণকালে নারী ও কন্যার উপর প্রভাব, করণীয় বিষয়ক অনলাইন আলোচনা সভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।