Location: Mirpur, Kushtia

Facebook page:

https://www.facebook.com/alongo.org

https://www.facebook.com/activistakushtia

Mission and Vision:

লক্ষ্য ও উদ্দেশ্য:

শিক্ষা:

৬.১ সৃজনশীল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা সংক্রান্ত যন্ত্র এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে উৎপাদনশীল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করা।

৬.২ বিজ্ঞানভিত্তিক ব্যতিক্রমধর্মী ও মানুষ আগ্রহী হয় এমন শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা।

৬.৩ শিক্ষা ও স্বাক্ষরতার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি করণ।

৬.৪ নিঃস্ব ও সর্বস্বান্ত শিশুদের জন্য ‘ডে কেয়ার সেন্টার’ প্রতিষ্ঠা ও পরিচালনা করা। ৬.৫ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে বিভিন্ন সরকারী এবং বে-সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকদের সামাজিক উন্নয়ন সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম সমূহের দায়িত্ব গ্রহণ এবং বাস্তবায়ন করা।

স্বাস্থ্য:

৬.৬ পরিবার পরিকল্পনা কর্মসূচী বাস্তবায়ন করা।

৬.৭ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টি করা।

৬.৮ কর্মএলাকার মানুষদের সংগঠিত করার মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ, নিষ্কাশন ব্যবস্থা, শক্তির কার্যকর প্রয়োগ, এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কিত কার্যক্রম গ্রহন করা। ৬.৯ বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতাবৃদ্ধি মূলক কর্মকান্ড পরিচালনা ও স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।

কৃষি:

৬.১০ কৃষিকে আধুনিকীকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন।

৬.১১ কৃষিতে নতুন নতুন প্রযুক্তির ব্যবহারে কৃষকদের উদ্বুগ্ধকরণ সম্পর্কিত সময়োপযোগী উদ্যোগ গ্রহণ।

৬.১২ কৃষকদের জ্ঞান, সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধিকরণের লক্ষ্যে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা।

পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন:

৬.১৩ জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত বস্তুনিষ্ঠ কার্যক্রম সমূহের পরিকল্পনা প্রণয়ন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা বাস্তবায়ন করা।

৬.১৪ প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় দুর্যোগ পূর্বপ্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করা।

লিঙ্গ সমতা:

৬.১৫ কিশোরী ও নারীদের ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে সময়োপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।

৬.১৬ লিঙ্গ সমতা ও উন্নয়নের জন্য পরিকল্পনা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে বস্তুনিষ্ঠ কার্যক্রম বাস্তবায়ন করা।

৬.১৭ তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার সংরক্ষণ ও তাদের মাঝে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।

দক্ষতা উন্নয়ন:

৬.১৮ যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কারিগরী ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করা।

৬.১৯ বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে যুব সম্প্রদায়ের মাঝে বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা।

৬.২০ নতুন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।

৬.২১ স্থানীয় সংগঠনের নিজস্ব চিন্তা-চেতনার অনুপ্রেরণা ও উত্তম সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের জন্য তাদের পরিকল্পনা বাস্তবায়নের উপর ভিত্তি করে তাদের অস্তিত্ব নিজেদের মাধ্যমে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা।

৬.২২ আয় ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলমান উন্নয়ন ও বৃত্তিমূলক প্রযুক্তির ব্যবহার করা।

৬.২৩ সম্প্রদায়ের মানুষের সচেতনতার জন্য সেমিনার ও কর্মশালার আয়োজন করা এবং জীবিকা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা।

৬.২৪ সংস্থা উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংস্থার কর্মচারী/কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারী, বে-সরকারী বা বিদেশী সংস্থা কর্তৃক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

মানবাধিকার সংরক্ষণ:

৬.২৫ মানবাধিকার সংরক্ষণের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন।

৬.২৬ মানব পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

৬.২৭ নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

৬.২৮ অধিকারবঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এডভোকেসি মূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন।

অর্থনৈতিক উন্নয়ন:

৬.২৯ আমাদের কর্ম এলাকার সম্প্রদসমূহের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে  বিভিন্ন ধরনের কার্যক্রম সমূহের দায়িত্ব গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে একটি ঘূর্ণায়মান তহবিল গ্রহন ও বন্টন করা।

৬.৩০ কর্মএলাকার আর্থ-সামাজিক অবস্থা ও পরিস্থিতি অনুসারে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বস্তুনিষ্ঠ কার্যক্রমসমূহ গ্রহন ও বাস্তবায়ন।

৬.৩১ বিভিন্ন সরকারী কার্যক্রম সমূহ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা অব্যহত রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।

৬.৩২ অসহায় ও দরিদ্র জনগনের গৃহায়ন উন্নয়নের জন্য বিভিন্ন সংগঠনের নিকট হতে আর্থিক সহায়তা গ্রহন ।

৬.৩৩ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে কর্ম এলাকায় ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারী, বে-সরকারী অথবা বিদেশী সংগঠনের আর্থিক সহযোগীতা/অনুদান গ্রহণ করা।

৬.৩৪ ভিন্ন ভিন্ন সক্ষমতার মানুষদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।

৬.৩৫ বিভিন্ন কার্যক্রম উপলক্ষে সরকারী ও বে-সরকারী সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের সাথে সমন্বয় সাধনের লক্ষে বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।

দুর্নীতি দমন:

৬.৩৬ দুর্নীতি থেকে সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

 Target population/beneficiaries:

  • Adivasi
  • Persons with disabilities
  • Policy makers
  • Population in hard-to reach areas
  • Women and children
  • Youth (Age between 18-35)

Geographical coverage: Sub-National level

Type and focus:

  • Youth led and youth centric programmes
  • Youth network
  • Youth volunteer organisation

Focus/areas of current programme:

  • Adivasi Rights and Development
  • Advocacy and Awareness Building
  • Employment
  • Gender Equality
  • Health, Nutrition and Population
  • Human Rights and Legal Aid Services
  • Humanitarian Response
  • Rights to children
  • Soft skills development programme
  • Vocational Education & Training and Skills Development
  • Volunteerism
  • Women Empowerment

The main areas of the youth programme(s): Youth volunteerism

Title of the programme: বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচী

Duration or time period: 2008-2020

Targeted beneficiaries:

  • Young Men (Age between 18-35)
  • Young Women (Age between 18-35)

Districts covered: Kushtia

Youth involvement: Actively/directly engaged in project delivery and implementation

Government Ministries and/or Departments involved: Ministry of Social Services

Title of the programme (2): করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় যুব নেতৃত্বে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

Duration or time period: 2020-2021

Targeted beneficiaries: Others (বিধবা, প্রতিবন্ধি, বয়স্ক পরিবার, অধিক সদস্য বিশিষ্ট কিন্তু উপার্জনক্ষম ব্যক্তি নেই এমন পরিবার, একক মা বা মাতৃ প্রধান পরিবার ইত্যাদি।)

Districts covered: Kushtia

Youth involvement: Actively/directly engaged in project delivery and implementation

Government Ministries and/or Departments involved: Others

Title of the programme (3): Action for Impact (A4I): Youth Leadership towards

Accountability of the Sustainable Development Goals

Duration or time period: 2018-2021

Targeted beneficiaries:

  • Young Men (Age between 18-35)
  • Young Women (Age between 18-35)
  • Others

Districts covered: Kushtia

Youth involvement: Actively/directly engaged in project delivery and implementation