Location: গ্রামঃ গয়েশপুর, ডাকঘরঃ দুল্লা (2210) উপজেলাঃ মুক্তাগাছা, জেলাঃ ময়মনসিংহ।
Website/Facebook page: https://m.facebook.com/graus.graus.3?tsid=0.5759281511671266&source=result
Email: graus_2005@yahoo.com
Mission and Vision:
সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যঃ গ্রাম বাংলার দুঃস্থ, ভূমিহীন, অনগ্রসর ও সচেতন বেকার জনযোষ্ঠীসহ সকল স্তরের মানুষের মৌলিখ চাহিদা, অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জাগ্রত করে বিশেষ সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্বৃতিক উন্নয়ন সাধন করাই এই সংস্থার মূল লক্ষ্য।
গ্রাম উন্নয়ন সংস্থা (গ্রাউস) একটি অরাজনৈতিক, অলাভজনক ও উন্নয়ন মূলক সংগঠন, ইহার লক্ষ্য ও উদ্দেশ্য হইতেছেঃ-
১) মানবেতর জীবন যাপনকারী নজসাধারনকে পুপমুন্ডকতা ও নেতিবাচক ধ্যান ধারণা হইতে একটি আধুনিক ও সমৃদ্ধ জীবন যাপনে অভ্যস্থ করার জন্য উদ্বুদ্ধ করা।
২) সামাজিক ন্যায়-বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য অধিকারহীন মানুষের প্রচেষ্টায় সহযোগীতার উদ্দেশ্যে আইনগত সহায়তা কেন্দ্র স্থাপন।
৩) কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের কল্যাণের জন্য জনসাধারণকে সচেতন করা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা।
৪) পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ রক্ষার জন্য জনসাধারণকে সচেতন করা ও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা।
৫) যুব শক্তিকে সংগঠিত করে কর্ম সংস্থানের ব্যবস্থা করা। তাদের মাদকাশক্তি ও অন্যান্য সামাজিক অনাচার হইতে রক্ষা করা।
৬) দুঃস্থ, অসহায় ও পঙ্গুদের সাহায্য দান এবং পূনর্বাসন সহ প্রতিবন্ধীদের প্রাপ্ত অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা।
৭) বাল্য বিবাহ ও যৌতুক বন্ধের জন্য প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ করা সহ নির্যাতিত নারীদের ন্যায় বিচার পাওয়ার সহযোগীতা ও পুনর্বাসন করা।
৮) কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মসূচী গ্রহণের বাস্তবায়ন।
৯) প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রান ও পুর্নবাসন কার্যক্রম পরিচালনা করা।
১০) সার্বজনীন সফল বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় সমর্থন যোগনো।
১১) ক্ষুদ্র ও প্রান্তিক চাষী কারিগন জেলে ও নারীদের সংগঠিত করে যে দল গঠিত হবে সেই সকল দলকে ব্যবস্থাপনা ও কারিগরী দক্ষতার প্রশিক্ষণ দিয়ে ইনষ্টিটিউশনে পরিনত করা এবং তাদের বিভিন্ন আয়বৃদ্ধি মূলক কর্মকান্ড গ্রহণের জন্য প্রয়োজনীয় সহযোগীতা যোগান।
১২) বিশুদ্ধ পানিয় জলে ব্যবহার নিশ্চিত করণ সহ স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জনগণকে উৎসাহিত করা ও সহযোগীতা প্রদান।
১৩) পরিবার পরিকল্পনা কর্মসূচী বাস্তবায়ন।
১৪) দরিদ্র জনগোষ্টির স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে ভেষজ ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা।
১৫) সার্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দুঃস্থ ও অসহায় পরিবারের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ করা।
১৬) কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস, হাঁস, মুরগী ও পশু পালন সহ হস্ত ও কুটির শিল্প স্থাপন করা।
১৭) গৃহায়ন কর্মসূচী গ্রহণ।
১৮) গ্রামের অবহেলিত রাস্তাঘাট মেরামত ও উন্নতি সাধন সহ ধর্মীয়, সাংস্কৃতিক, সমাজ উন্নয়ন মূলক কার্যক্রম গ্রহণ।
১৯) ধূমপান বিরোধী বিভিন্ন কার্যক্রম গ্রহণ সহ গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদানের কর্মসূচী গ্রহণ।
২০) বয়স্কদের পুর্নবাসনের ব্যবস্থা করা এবং বয়স্ক পুর্নবাসন কেন্দ্রে স্থাপন।
২১) সংবাদ পত্র ও পরিক্রমা, ক্ষুদ্র পুস্তিকা প্রচার, প্রচার পত্র সাময়িকী ও প্রতিবেদন, পাঠাগান প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে সংগঠনের কর্মকান্ড আর্থ-সামাজিক উন্নয়নে গৃহিত কর্মসূচীগুলো প্রচার করার ব্যবস্থা গ্রহণ। এছাড়া সংস্থার সদস্য/ সদস্যাদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ, সংস্থার কার্যক্রমে বিকাশ, প্রচার ও কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন, দেশী ও বিদেশী অন্যান্য সংগঠনের সাথে যোগাযোগ স্থাপন, পারস্পরিক সহযোগীতা আদান-প্রদান এবং উপরোক্ত লক্ষ্য বাস্তবায়নে যে কোন ধরনের ঋণ (পরিশোধযোগ্য) গ্রহন এবং দান- অনুদান, চাঁদা, সাহায্য সহায়তা (আর্থিক ও বৈষয়িক) গ্রহণ ও সংস্থার স্বার্থে ব্যয় ইত্যাদি বাস্তবায়ন।
সংস্থার আদর্শ ও নীতিমালা
১) জাতীয় উন্নয়ন, সমাজ ও মানুষের কল্যাণমূলক অরাজনৈতিক এবং বেসকারী স্বেচ্ছাসেবী সংগঠন।
২) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করা।
৩) দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থি কোন কার্যকলাপে লিপ্ত না হওয়া।
৪) অসহায় মানুষদের মানবিক, আইনগত, আর্থিক ও বৈষয়িক সাহায্য ও সহযোগীতা করা।
৫) সামাজিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতিকে উদ্বুদ্ধ করা।
৬) সংস্থার লক্ষ্য ও আদর্শ ভিত্তিক কর্মসূচী বাস্তবায়নের প্রকল্প গড়ে তোলা।
৭) প্রতিটি প্রকল্প সঠিক ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি প্রকল্পের জন্য নীতিমালা প্রণয়ন ও তার আলোকে প্রকল্প বাস্তবায়ন করা।
৮) সংস্থার উদ্দেশ্যগত সভা, সেমিনার, পুস্তক-পুস্তিকা প্রচার প্রকাশ, প্রচার ও বিতরণ করা।
Target population/beneficiaries:
- Adivasi
- Persons with disabilities
- Population in hard-to reach areas
- Women and children
- Youth (Age between 18-35)
Geographical coverage: Sub-National level
Type and focus: Youth led and youth centric programmes
Focus/areas of current programme:
- Adivasi Rights and Development
- Advocacy and Awareness Building
- Agriculture & Food Security
- Employment
- Gender Equality
- Health, Nutrition and Population
- Human Rights and Legal Aid Services
- Humanitarian Response
- Integrated Development
- Microfinance
- Rights to children
- Volunteerism
- Water, Sanitation and Hygiene
- Women Empowerment
The main areas of the youth programme(s): Youth leadership training program
Title of the programme (1): মৎস্য চাষ। দুগ্ধ থামার, সবজি মার্কেটিং
Duration or time period: চলমান
Targeted beneficiaries:
- Children (below 18 years)
- Young Men (Age between 18-35)
- Young Women (Age between 18-35)
Districts covered: Mymensingh
Youth involvement: Actively/directly engaged in project management
Government Ministries and/or Departments involved:
Title of the programme (2): মৎস্য চাষ। সবজি মার্কেটিং
Duration or time period: চলমান
Targeted beneficiaries: Young Women (Age between 18-35)
Districts covered: Mymensingh
Youth involvement: Actively/directly engaged in project design and conceptualization