ব্রতী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রাজশাহী ও নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
ব্রতী সমাজ কল্যাণ সংস্থা একটি অধিকার ভিত্তিক সংগঠন। সংস্থাটি ২০০১ সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠি বিশেষ করে আদিবাসী জনগনের অধিকার আদায়ে কাজ করে আসছে। “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” ২০১৯ সালের আন্তর্জাতিক নারী দিবসের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ব্রতী সমাজ কল্যাণ সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগিতায়, উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থার সাথে যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে।