লড়াই শেখায় ‘টার্নিং পয়েন্ট’
জন্মটা একটা দুর্ঘটনাই ছিল। কারণ, তাঁর জন্ম হয়েছিল টয়লেটে। মেঝেয় আঘাত লেগে মাথায় তৈরি হয় গভীর ক্ষত। তাঁর বেঁচে থাকার আশাই ছেড়ে দেন সবাই। কিন্তু প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে যান তিনি। মা তাই নাম রাখেন জীবন। পুরো নাম জীবন উইলিয়াম গোমেজ। প্রাণে বাঁচলেও জীবন শারীরিক প্রতিবন্ধী হয়ে যান।