STRENGTHENING THE STAKES OF ‘DISENGAGED’ YOUTH DURING THE DUAL TRANSITION OF BANGLADESH

যুবদের জন্য উন্নয়ন সাংবাদিকতা: স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের জন্য কর্মশালা

December 24th, 2023|0 Comments

নাগরিক প্ল্যাটফর্ম স্থানীয় পর্যায়ের যুব সাংবাদিকদের নিয়ে ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে ঢাকায় ‘যুবদের জন্য উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী এই কর্মশালায় সারা দেশের বিভিন্ন জেলা থেকে ৩৭ জন যুব সাংবাদিক অংশগ্রহণ করেন।