• ক্ষুদ্র ব্যবসার জন্য প্রণোদনা প্যাকেজের ঋণ কীভাবে পাওয়া যাবে?

ক্ষুদ্র ও মাঝারি (এসএমই)  শিল্পের জন্য বিভিন্ন ধরনের লোন দেওয়া হয়ে থাকে যা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়। আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কার্যকরী পুঁজির ব্যবস্থা, ব্যবসা সম্প্রসারণ এবং যন্ত্রপাতি সংগ্রহের জন্য ঋণ প্রদান করে থাকে।

ঋণের নিয়মকানুন:

১। উৎপাদন-ভিত্তিক এবং পরিসেবা-ভিত্তিক কাজের ধরনের উপর ভিত্তি করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ঋণ বরাদ্দ হয়। ক্লাস্টার ভ্যালু চেইনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যবসা/বাণিজ্য-ভিত্তিক প্রতিষ্ঠানগুলোও আবেদন করতে পারে।

২। সর্বনিম্ন ১ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা ঋণ নেওয়া যাবে।

৩। সুদের হার সর্বোচ্চ ৪ শতাংশ।

৪। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ২ বছর। ভোক্তা-ব্যাংক সম্পর্কের উপর ভিত্তি করে ৬ মাসের একটি অতিরিক্ত সময় থাকতে পারে; তবে ঋণের মেয়াদ, গ্রেস পিরিয়ড সহ, দুই বছরের বেশি হতে পারবে না। প্রতি মাসে কিস্তি পরিশোধ করতে হবে।

৫। বাংলাদেশ ব্যাংক এবং ঋণ প্রদানকারী ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে

৬। প্রণোদনা প্রকল্পের অধীনে প্রাপ্ত ঋণ ব্যবসায়িক উদ্দেশ্যে ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। গ্রহীতারা শুধুমাত্র উল্লিখিত উদ্দেশ্যে ঋণ ব্যবহার করছে কি না সেটি এসএমই ফাউন্ডেশন পর্যবেক্ষণ করবে।

৭। অ্যাসোসিয়েশনের সদস্যরা তালিকা তৈরি করে এবং প্রাসঙ্গিক তথ্য প্রদানের মাধ্যমে যোগ্য উদ্যোক্তাদের জন্য এটি সহজ করতে পারে। ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান যাচাই করে আগ্রহী উদ্যোক্তাদের ঋণ বিতরণ করার সিদ্ধান্ত নেবে।

৮। ঋণের জন্য উদ্যোক্তারা সরাসরি নির্দিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করবে।

৯। একক এবং যৌথ উদ্যোক্তা উভয়কেই ঋণ প্রদান করা হবে। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে প্রান্তিক উদ্যোক্তা, বিশেষ করে নারীদের দলীয়ভাবে ঋণ প্রদান করা হয়।

১০। যেহেতু সমিতি ঋণ প্রক্রিয়ার সাথে জড়িত থাকবে, উদ্যোক্তারা নিজ নিজ সমিতির মাধ্যমেও ঋণের জন্য আবেদন করতে পারবে।

১২। আগ্রহী উদ্যোক্তারা ঋণের জন্য সরাসরি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নির্ধারিত শাখায় আবেদন করবেন। আবেদনের পর সেখানকার কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে ঋণ অনুমোদনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কোনো অমিল না থাকলে কর্তৃপক্ষ ঋণ বিতরণ করতে পনের (১৫) কার্যদিবস সময় নেবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে কোনো অসঙ্গতি বা ব্যর্থতা থাকলে, কর্তৃপক্ষ উদ্যোক্তাকে জানাবে, এবং তাকে পূর্বনির্ধারিত তারিখে পরামর্শের জন্য আসতে অনুরোধ করবে। তা করতে ব্যর্থ হলে প্রাথমিক আবেদন বাতিল হয়ে যাবে।

ফর্ম পুরনের পাশাপাশি জরুরি কাগজপত্রের তালিকা (সাধারনত)

  • হাল নাগাদ করা ট্রেড লাইসেন্স
  • ব্যবসা প্রতিষ্ঠানের নামে বর্তমান ব্যাংক অ্যাকাউন্ট
  • জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ফটোকপি
  • ন্যূনতম ৬ মাস থেকে ৩ বছর, ব্যাংক রিপোর্ট (বিভিন্ন ব্যাংক অনুযায়ী)
  • দোকান ভাড়া/বাড়ি ভাড়ার চুক্তি/স্থান নথি
  • করদাতা শনাক্তকরণ সনদ (টিআইএন)
  • ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • স্থায়ী সম্পদের তালিকা এবং মূল্য
  • ঋণের মোট পরিমাণ এবং অতিরিক্ত বিবৃতি
  • ঋণের অফিসিয়াল বিবৃতির বিবরণ (যদি থাকে)
  • ব্যবসার পরিশোধ করা বিদ্যুৎ বিল
  • ব্যবসার পরিশোধ করা টেলিফোন বিল
  • কর্মচারীর নাম, পদবি, এবং মাসিক বেতনের তালিকা
  • ইউটিলিটি বিলের ফটোকপি (যেমন, বিদ্যুৎ)

ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অনুযায়ী ভিন্ন কাগজপত্র চাওয়া হতে পারে।

এসএমই ফাউন্ডেশন সম্প্রতি ঋণ প্রদানের জন্য ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে। সেগুলো হল:

এছাড়াও, ফাউন্ডেশন প্রত্যন্ত অঞ্চলে ঋণ প্রদানের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী উন্নয়ন ব্যাংকের মতো রাষ্ট্র পরিচালিত ব্যাংকগুলোর সাথে চুক্তি করেছে।

যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্যও ঋণ বিতরণ করা হয়। তবে, ব্যাংক-গ্রাহক সম্পর্কের উপর নির্ভর করে সর্বোচ্চ পাঁচজন উদ্যোক্তা একটি দলের অধীনে ঋণ পেতে পারেন।

কোভিড অতিমারি চলাকালীন আর্থিক প্রণোদনা

কোভিড অতিমারি দ্বারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতের জন্য বাংলাদেশ সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সাহায্য করার জন্য ২০,০০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ বরাদ্দ করা হয়েছে৷ ঋণটি শুধুমাত্র কার্যকরী পুঁজির জন্য দেওয়া হবে এবং ৪% সুদের হারে পরিশোধযোগ্য হবে (সরকার বাকি ৫% ভর্তুকি দেবে)।

যোগ্যতা

  • সিএমএসএমই খাতের জন্য ঘোষিত সরকারের প্রথম দফার প্রণোদনার আওতায় ঋণপ্রাপ্ত হননি
  • অগ্রাধিকারভুক্ত এসএমই উপখাত, ক্লাস্টার ও অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা
  • নারী উদ্যোক্তা
  • নতুন উদ্যোক্তা অর্থাৎ যারা এখনো ব্যাংক হতে ঋণ পাননি
  • তৃণমূল ও উপজাতীয় অঞ্চল, শারিরিকভাবে অক্ষম ও তৃতীয় লিঙ্গের উদ্যোক্তারা

প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের নীতিমালা (এসএমই ফাউন্ডেশন  http://www.smef.gov.bd/প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি’র ঋণ নীতিমালা)