Policy Brief 03: Providing Public Utilities and Services in the Backdrop of Unplanned Urbanisation

2024-05-23T15:57:41+06:00May 23rd, 2024|

Over the recent past years, the pace of urbanisation in Bangladesh has been growing at a very fast pace. This is manifested in the increasing number of urban settlements, both large and small, and the growing number of people residing in urban areas. At present, besides 12 city corporations and 327 municipalities, there are 570 urban centres in Bangladesh.

জাতীয় বাজেট ২০২২-২৩: পিছিয়ে পড়া মানুষের জন্য কী আছে?

2023-11-08T15:28:53+06:00April 9th, 2023|

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্তাপন করা হয়েছে এমন এক সময়ে যখন বাংলাদেশকে অতিমারী পরবর্তী অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত-এ দ্বিবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।

বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি, জাতীয় বাজেট ও অসুবিধাগ্রস্ত মানুষের প্রত্যাশা

2023-11-08T15:29:12+06:00March 21st, 2023|

করোনা অতিমারি জাতীয় ও বিশ্বব্যাপী বিভিন্ন মাত্রায় ক্ষতির সৃষ্টি করেছে। সমগ্র বিশ্ব যখন এ ক্ষতি কাতিয়ে উঠছিলো, ঠিক তখনই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিশ্বব্যাপী অনিশ্চয়তার ফর ভোগ করছে।

শান্তিচুক্তি বাস্তবায়ন ও স্থানীয়দের মতামতের ভিত্তিতে উন্নয়ন হতে হবে

2023-11-08T15:22:44+06:00December 7th, 2022|

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় ও তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। অথচ এ উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কিনা, সে সব বিষয়ে আলোচনা খুবই সীমিত। যাদের উদ্দেশ্য করে এসব উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, স্থানীয় পর্যায় থেকে এ বিষয়গুলোকে তারা কীভাবে মূল্যায়ন করছেন, তা সঠিকভাবে জানা জরুরি।

তৃতীয় দেশে ট্রানজিট সুবিধা দেয়ার সিদ্ধান্ত কার্যকর করা হলে কম খরচে পণ্য রপ্তানি করা সম্ভব হবে

2023-11-08T15:29:21+06:00December 7th, 2022|

নাগরিক প্ল্যাটফর্ম ২০২২ সালে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যক্তি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী চেম্বার, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থী, ব্যক্তি নাগরিক এবং বিশেষত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণে বিভিন্ন পরামর্শ সভার আয়োজনের উদ্যোগ নেয়।

Go to Top