ধরিত্রীর রূপান্তর: ২০৩০ সালের পথে টেকসই উন্নয়ন অভিযাত্রা

2023-10-10T14:38:37+06:00December 14th, 2017|

২০১৫ সালে জাতিসংঘে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বা ২০৩০ এজেন্ডা গৃহীত হওয়ার পর পৃথিবীব্যাপী উন্নয়ন চিন্তায় ও কর্মকান্ডে এক নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশেও এই নতুন উন্নয়ন দর্শনের ঢেউ এসে লাগছে।

২০৩০ বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা ও বাংলাদেশ: বাস্তবায়নের সন্ধিক্ষণে সরকারি-বেসরকারি সংস্থার অংশীদারিত্ব

2023-10-10T14:36:31+06:00December 14th, 2017|

২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ৭০তম সাধারণ সম্মেলনে সকল সদস্য রাষ্ট্রের সম্মতি ও স্বাক্ষরের মাধ্যমে সূচিত হয় “এজেন্ডা ২০৩০”, যা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) নামে অধিক পরিচিত। নতুন এই এজেন্ডার বৈশিষ্ট্য হলো এর সর্বজনীন, সমন্বিত, রূপান্তরমুখী এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দর্শন।

Go to Top