অবশেষে স্কুল খুলছে – আমরা কতখানি প্রস্তুত?
করোনাভাইরাস অতিমারির কারণে গতবছরের মার্চ মাস থেকে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি বাতিল হয়েছে বিভিন্ন পর্যায়ের পাবলিক পরীক্ষা। সাম্প্রতিক সময়ে মাননীয় প্রাধানমন্ত্রী জানিয়েছেন যে, পরিস্থিতি বিবেচনা করে আগামী মার্চ-এপ্রিল মাসে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা রয়েছে।