চালের দাম বাড়ছে কেন? – কার লাভ কার ক্ষতি
চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। চালের এই বর্ধিত মূল্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ তৈরি করছে। কিন্তু এই বাড়তি মূল্য কৃষক পর্যন্ত যাচ্ছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে এই দাম বৃদ্ধির জন্য মিল মালিক এবং আড়তদারদের প্রভাবের কথাও উল্লেখ করেন কেউ কেউ।