অতিমারি-উত্তর শিশুদের স্কুলে ফেরা
অতিমারির ফলে ২০২০ সালের মার্চ মাস থেকে প্রায় দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিস্থিতি বিবেচনা করে গত সেপ্টেম্বর, ২০২১ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত আকারে স্কুল খোলা হয়েছে।
অতিমারির ফলে ২০২০ সালের মার্চ মাস থেকে প্রায় দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিস্থিতি বিবেচনা করে গত সেপ্টেম্বর, ২০২১ থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত আকারে স্কুল খোলা হয়েছে।
বাংলাদেশের যুব সমাজ বিভিন্ন ধরণের আর্থ-সামাজিক বৈচিত্র্য সম্পন্ন একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী। বিভিন্ন আলোচনায় দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে যুব সমাজকেই চিহ্নিত করা হয়ে থাকে।
এ কথা বলার অপেক্ষা রাখে না যে, কোভিড-১৯ অতিমারির অভিঘাত পড়েছে সমাজের প্রান্তিক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর তুলনামূলক অনেক বেশি। চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে আর এর মধ্যে করোনার সংক্রমণ আবার বৃদ্ধি পেয়েছে।
Cottage, micro, small and medium enterprises (CMSMEs) constitute a crucially important segment of the Bangladesh economy in terms of employment, earnings and contribution to the country’s GDP. Majority of these enterprises belonged to the informal sector of the economy.
২০২০ সালের এপ্রিল থেকে সরকার কোভিড-১৯ অতিমারির বিরূপ প্রভাব মোকাবেলায় বেশকিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। বাংলাদেশ ব্যাংক এই প্রণোদনা প্যাকেজ প্রস্তুতিতে এবং তার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেহেতু প্রণোদনা প্যাকেজের একটি বড় অংশই ছিল ভর্তূকী-সুদে ব্যাংক-নির্ভর ঋণ বিতরণ।