বাংলাদেশের ‘বিযুক্ত’ যুব সমাজ: কে, কেন এবং কীভাবে?
বাংলাদেশের যুব সমাজ বিভিন্ন ধরণের আর্থ-সামাজিক বৈচিত্র্য সম্পন্ন একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী। বিভিন্ন আলোচনায় দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে যুব সমাজকেই চিহ্নিত করা হয়ে থাকে।
বাংলাদেশের যুব সমাজ বিভিন্ন ধরণের আর্থ-সামাজিক বৈচিত্র্য সম্পন্ন একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী। বিভিন্ন আলোচনায় দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে যুব সমাজকেই চিহ্নিত করা হয়ে থাকে।
বর্তমান কোভিড-১৯ অতিমারি নিঃসন্দেহে বাংলাদেশের সকল নাগরিকের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। কিন্তু প্রান্তিক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর এ অতিমারির অভিঘাত তুলনামূলকভাবে অনেক বেশি। ঝুঁকিতে থাকা এসব মানুষের জন্য এই মুহুর্তে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা এবং তা বাস্তবায়নের জন্য সঠিক দিক নির্দেশনা।
This document puts forward grassroots level insights as regards the challenges faced by different marginalised communities and the private sector as a consequence of the pandemic. A number of sectoral issues, particularly relevant in view of the SDGs, were also discussed. The takeaways from this briefing note might be useful for formulating an effective public policy response to tackle the COVID-19 induced challenges towards SDG attainment in Bangladesh.