এ কথা বলার অপেক্ষা রাখে না যে, কোভিড-১৯ অতিমারির অভিঘাত পড়েছে সমাজের প্রান্তিক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর তুলনামূলক অনেক বেশি। চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে আর এর মধ্যে করোনার সংক্রমণ আবার বৃদ্ধি পেয়েছে। মানুষের চলাচল এবং সার্বিক কর্মকান্ড অনেকটাই সীমিত হয়ে পড়েছে। সরকার পরিস্থিতি মোকাবেলায় নতুন করে কিছু প্রণোদনা ঘোষণা করেছে এবং এর সাথেই চলছে টিকাকরণ কর্মসূচিও। কিন্তু সরকারের উদ্যোগের যথেষ্ঠতা ও নতুন উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা তাই বর্তমান সময়ে বাড়তি গুরুত্বের দাবীদার। এই প্রেক্ষাপটে নাগরিক প্ল্যাটফর্ম গত ৮ আগস্ট ‘‘বাজেট ২০২১-২২ বাস্তবায়ন: পিছিয়ে পড়া মানুষেরা কীভাবে সুফল পাবে’’ শীর্ষক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে। নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এতে যুক্ত ছিলেন। প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মিডিয়া ব্রিফিং-এ মূল প্রবন্ধ উপস্থাপন এবং সঞ্চালনা করেন প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।