এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে জাতীয় পর্যায়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে অংশীজনদের ভাবনা জানার জন্য নিয়মিতভাবে সংলাপ ও পরামর্শ সভার আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায়, নাগরিক প্ল্যাটফর্ম ২০২২ সালে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যক্তি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী চেম্বার, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থী, ব্যক্তি নাগরিক এবং বিশেষত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণে বিভিন্ন পরামর্শ সভার আয়োজনের উদ্যোগ নেয়। এ কর্মসূচির অংশ হিসেবে গত ২৪ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ঠাকুরগাঁও জেলা শহরে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল নাগরিক প্ল্যাটফর্মের পঞ্চম আলোচনা, যার সূচনা হয়েছিল রংপুরে অনুষ্ঠিত পরামর্শ সভা দিয়ে। এরপর পর্যায়ক্রমে খুলনা, টাঙ্গাইল ও সিলেটে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় উন্নয়ন আখ্যানের সঙ্গে স্থানীয় বাস্তব অভিজ্ঞতার মিল-অমিল সম্বন্ধে শোনা ও তৃণমূলের পরামর্শ অভিজ্ঞতা জানা ছিল এ আলোচনার মূল উদ্দেশ্য ।
প্রকাশকাল: নভেম্বর ২০২২
Leave A Comment