বিশ্বব্যাপী তৈরি পোশাক ভ্যালু চেইন বা মূল্য শৃঙ্খল কোভিড-১৯ অতিমারির কারণে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কোভিডের আগে থেকেই তৈরি পোশাক খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে যেগুলো হচ্ছিলো বেশ দ্রুত গতিতে। এসব ছিল উৎপাদন কাঠামো, ভোক্তা চাহিদা, পণ্যের মিশ্রণ, বাজারের গতিশীলতা এবং চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত। বাংলাদেশের আসন্ন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এই খাতে আরো বাড়তি পরিবর্তন আনবে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি পোশাক শিল্প এবং এর সাথে যুক্ত শ্রমিকরা এসব পরিবর্তনের অভিঘাতের মুখোমুখি হবে। এ প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ গতিপথ এবং শ্রমিকদের ওপর এর প্রভাব সম্পর্কে আলোচনার জন্য ৩১ আগষ্ট, ২০২১ ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্প ও শ্রমিক: ভবিষ্যৎ চিন্তা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ ও ক্রিশ্চিয়ান এইড, বাংলাদেশ। সংলাপ সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সংলাপে অংশগ্রহণকারী সকলকে গার্মেন্টস শিল্পের ভবিষ্যতের দিকে তাকিয়ে আলোচনার অনুরোধ জানিয়ে বলেন, এই মূহুর্তে গার্মেন্টস শিল্পের যেসব সমস্যা রয়েছে সেগুলো বিভিন্ন ফোরামে কম-বেশি আলোচিত হয়েছে। কিন্তু সামনের সময়ের দিকে লক্ষ্য করে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে কি? বাংলাদেশে এখন থেকে বেশ ক’বছর পরে এই শিল্পের অবস্থা কী দাঁড়াবে? এবং এই খাতের সাথে জড়িত শ্রমিকদের আয় ও রুজির পরিস্থিতিই বা কী দাড়াবে? — এসব বিষয়ে তিনি আলোচকদের মতামত প্রত্যাশা করেন।
প্রকাশকাল: নভেম্বর ২০২১