দেশের জনগোষ্ঠীর এক তৃতীয়াংশই তরুণ। এসডিজি গৃহীত হওয়ার পর থেকেই এর বাস্তবায়নে তরুণদের ভূমিকাকে গুরুত্ব দেয়ার কথা বলা হচ্ছে। ভলান্টারি ন্যাশনাল রিভিউ (ভিএনআর) এবং এসডিজি’র জবাবদিহি প্রক্রিয়ায় তরুণদের বড় ভূমিকা থাকবে বলে ধারণা করা হয়েছিল। তাদের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করা হলেও তাদের মতামত ও পরামর্শ সঠিকভাবে প্রতিফলিত হয়েছিল কি না, সে বিষয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। বাস্তবতা হল, জাতীয় ও বিশেষ করে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে ও জবাবদিহি নিশ্চিতকরণে যুব সমাজের কার্যকর অংশগ্রহণের ক্ষেত্রে অনেক দুর্বলতা বিদ্যমান এবং এর জন্য প্রয়োজনীয় কাঠামোও প্রতিষ্ঠিত হয় নি। এরই প্রেক্ষাপটে এসডিজি বাস্তবায়নে তরুণদের ভূমিকা, তাদের অভিজ্ঞতা ও করণীয় নিয়ে আলোচনার জন্য এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশে এবং একশনএইড বাংলাদেশের যৌথ আয়জনে গত ২৩ মে ২০২১ তারিখে ‘এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা: স্থানীয় প্রেক্ষিত ও যুব সমাজ’ শীর্ষক ভার্চুয়াল সংলাপ আয়োজন করা হয়। সংলাপটির সঞ্চালনায় ছিলেন অভ্র ভট্টাচার্য, যুগ্ম-পরিচালক, সংলাপ ও যোগাযোগ বিভাগ, সিপিডি।

প্রকাশকাল: জুলাই ২০২১