সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। কিন্তু এই সাফল্যগুলো সমাজের সর্বস্তরে কতটুকু পৌঁছাতে পেরেছে—এই প্রশ্ন থেকেই যায়। উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে নিয়ে যেতে না পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অভীষ্ট ও লক্ষ্যসমূহ অর্জন করা সম্ভব হবে না। কিন্তু উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কি না, সে বিষয়ে আলোচনা একেবারেই সীমিত। উন্নয়নের সুফল পেতে হলে তৃণমূল পর্যায়ে আরো আলোচনা প্রয়োজন।

এই লক্ষ্যে ২০২২ সালে নাগরিক প্ল্যাটফর্ম দেশের সাতটি জেলায় নাগরিক পরামর্শ সভার আয়োজন করে। যার সারসংক্ষেপ এ সংকলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এছাড়াও জন-জীবনে কোভিড অতিমারির প্রভাব, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ, জাতীয় বাজেটে অসুবিধাগ্রস্থ মানুষদের স্থান এবং যুব কর্মসংস্থানের বিষয়ও এ সংকলনে আলোকপাত করা হয়েছে।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩