এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় ও তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। অথচ এ উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কিনা, সে সব বিষয়ে আলোচনা খুবই সীমিত। যাদেউদ্দেশ্য করে এসব উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, স্থানীয় পর্যায় থেকে এ বিষয়গুলোকে তারা কীভাবে মূল্যায়ন করছেন, তা সঠিকভাবে জানা জরুরি। বিভিন্ন খাতের অবকাঠামো উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও সেগুলো আসলে যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, এ উন্নয়নের ফল সবাই সমানভাবে পাচ্ছে কি না, অঞ্চলভিত্তিক বৈষম্য রয়েছে কি না প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করাও গুরুত্বপূর্ণ। এরই পরিপ্রেক্ষিতে নাগরিক প্ল্যাটফর্ম স্থানীয় সমাজের সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ২০২২ সালের ১ অক্টোবর রাঙামাটিতে একটি নাগরিক পরামর্শ সভার আয়োজন করে। ওই সভায় তিন পার্বত্য জেলা থেকে নাগরিকদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান   মতামত উপস্থাপন করেন।

প্রকাশকাল: নভেম্বর ২০২৩

Download