করোনা অতিমারি জাতীয় পর্যায়ে ও বিশ্বব্যাপী বিভিন্ন মাত্রায় নেতিবাচক অভিঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক অর্থনীতি যখন এ ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাড়ানোর চেষ্টা করছিল, ঠিক সে সময়ই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিশ্বব্যাপী অনিশ্চয়তার এক নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের অর্থনীতিও তার ফল ভোগ করছে। বিশেষত, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। পিছিয়ে পড়া মানুষ নতুন করে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় কিছুদিনের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এমন বাস্তবতায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ ১৭ এপ্রিল, ২০২২ তারিখে “আসন্ন বাজেট নিয়ে জনমানুষের প্রত্যাশা” শীর্ষক এক ভার্চুয়াল সংলাপের আয়োজন করে। সংলাপে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি ও নাগরিক প্ল্যাটফর্মের সহযোগী প্রতিষ্ঠানের সদস্যরা অংশ নেন। আগামী বাজেট থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশা কী এবং তারা কোন্‌ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সে বিষয়গুলো সংলাপের আলোচনায় উঠে আসে। সংলাপ সঞ্চালনা করেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর যুগ্ম পরিচালক (সংলাপ ও যোগাযোগ) অভ্র ভট্টাচার্য। আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক ও সিপিডি’র সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

প্রকাশকাল: মে ২০২২

ডাউনলোড