যুব সম্মেলন ২০২২: আজকে দাঁড়িয়ে, আগামীর ভাবনা
২০২২ সালের জনশুমারি অনুসারে বর্তমানে বাংলাদেশে যুব জনগোষ্ঠীর (১৮ থেকে ৩৫ বছর) সংখ্যা ৫ কোটিরও বেশি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব ও উন্নয়নের দায়িত্ব আজকের যুব সমাজের উপরেই ন্যস্ত। এছাড়াও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের প্রক্রিয়ায় যুব সমাজকে যুক্ত করা অপরিহার্য।
এ প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ ১ সেপ্টেম্বর ২০২২ তারিখ “যুব সমাজ ও এসডিজি: আজকে দাঁড়িয়ে, আগামীর ভাবনা”- শীর্ষক একটি দিনব্যাপী সম্মেলন আয়োজন করে। উক্ত সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ শতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করে।
সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল এসকল যুবদের এসডিজির প্রচার ও প্রসারের সাথে যুক্ত করা; যাতে জাতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তাদের কণ্ঠস্বর প্রতিফলিত হয়। এ সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ছয়টি অভীষ্ট নিয়ে সমান্তরাল অধিবেশন অনুষ্ঠিত হয়, যার বিষয়বস্তু ছিল ১) দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা ২) জলবায়ু কার্যক্রম ৩) শান্তি, ন্যায়বিচার এবং কার্যকর প্রতিষ্ঠান ৪) জেন্ডার সমতা ৫) পরিমিত ভোগ ও উৎপাদন ৬) শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রতিটি অধিবেশনেই যুবসমাজের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। যুবসমাজের আকাঙ্ক্ষার নিরিখে সম্মেলনের সমাপনী অধিবেশনে ‘যুব ঘোষণাপত্র ২০২২’ গৃহীত হয়।
এ প্রকাশনাটিতে নাগরিক প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত ‘যুব সম্মেলন ২০২২’ এর বিভিন্ন উপস্থাপনা, আলোচনা এবং বক্তব্যকে একত্রীকরণ করা হয়েছে। এসডিজি নিয়ে যুবসমাজের ভাবনা এই প্রকাশনায় গ্রন্থিত হয়েছে যা উৎসুক পাঠকদের আগ্রহ পূরণে সহায়ক হবে বলে আশা করছি।
প্রকাশকাল: ডিসেম্বর ২০২২
Leave A Comment