দেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিয়ত ভূমি-বঞ্চনা, নিরাপত্তাহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। তিনফসলি কৃষিজমি অধিগ্রহণ না করার সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও শিল্পখাতকে গুরুত্ব দিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও পর্যটনকেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কৃষিজমি অধিগ্রহণ করা হচ্ছে। তাছাড়া ব্যক্তিগত উদ্যোগে আবাসন প্রকল্প, শিল্প কারখানা ইত্যাদির জন্য জমি ক্রয়ের সাথে সাথে জোরপূর্বক দখলের কারণেও প্রতিনিয়ত নিজ ভূমি থেকে উচ্ছেদসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে দেশের প্রান্তিক নারী, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী। প্রত্যক্ষ অংশীজনদের সংশ্লিষ্ট করে এসব বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর পক্ষ থেকে ৩০ মে, ২০২১ ‘নারী এবং সংখ্যালঘুদের ভূমির অধিকার ও নিরাপত্তা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপ আয়োজন করা হয়।

প্রকাশকাল: অক্টোবর ২০২১