আদালতে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা, হয়রানি ও অর্থ ব্যয়ের কারণে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ স্থানীয় পর্যায়ে সমাধানে বেশী আগ্রহী। ইউনিয়ন পর্যায়ে জনগনের জন্য এ ধরনের বিরোধ মীমাংসার জন্য আছে গ্রাম আদালত। পৌরসভা পর্যায়ে আছে বিরোধ মীমাংসা বোর্ড (পৌর এলাকা) আইন ২০০৪। ফলে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের জনগনের জন্য তাদের মধ্যে ক্ষুদ্র বিরোধ আদালতে না গিয়ে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধমে মীমাংসার সুযোগ আছে। ফলে মানুষ হয়রানি থেকে বাঁচতে পারছে। কিন্তু দেশের ১২টি সিটি কর্পোরেশনে বসবাসরত প্রায় ২ কোটি মানুষের জন্য এধরনের কোনো আইন নেই। ফলে ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তিতে তাদের আদালতের শরণাপন্ন হতে হয়। এ প্রেক্ষাপটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন (এমএলএএ), ব্লাস্ট এবং নাগরিক উদ্যোগ-এর যৌথ আয়োজনে গত ২৮ জুন, ২০২১ ‘নগর আদালত আইন: প্রস্তাবিত রূপরেখা ও বাস্তবায়নের সম্ভাবনা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপ আয়োজন করা হয়।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২১