২০২০ সালের এপ্রিল থেকে সরকার কোভিড-১৯ অতিমারির বিরূপ প্রভাব মোকাবেলায় বেশকিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। বাংলাদেশ ব্যাংক এই প্রণোদনা প্যাকেজ প্রস্তুতিতে এবং তার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেহেতু প্রণোদনা প্যাকেজের একটি বড় অংশই ছিল ভর্তূকী-সুদে ব্যাংক-নির্ভর ঋণ বিতরণ। দেশের কুটির, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাত (সিএমএসএমই)-এর জন্য যে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, তারও ৯৪ শতাংশই ছিল ব্যাংক নির্ভর। যদিও অনেকেরই মতে সিএমএসএমই-র ক্ষেত্রে কর, পরিষেবা বা বাড়ি ভাড়া- এসব ক্ষেত্রেও প্রণোদনা দেওয়া উচিৎ ছিল। অন্য অনেক দেশে এই খাতকে সরাসরি ভর্তুকি দেওয়া হয়েছে। অতিমারির নেতিবাচক অভিঘাতের প্রেক্ষাপটে সিএমএসএমই খাতকে কার্যকর সহায়তা প্রদানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুর ওপর আলোচনার জন্য ৩০ সেপ্টেম্বর, ২০২০ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড)-এর সহ-আয়োজনে “ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বর্তমান পরিস্থিতি ও প্রণোদনা প্যাকেজের কার্যকারিতা ” শীর্ষক একটি ভার্চুয়াল সংলাপের আয়োজন করা হয়।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১