চলমান কোভিড—১৯ অতিমারি বাংলাদেশ সহ সারাবিশ্বকে চরম সংকটের মুখে ফেলেছে। সম্প্রতি করোনা প্রতিষেধক বাজারে আসার পরে বিশ্ব ও দেশব্যাপী এক আশাবাদ সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশে টিকার লভ্যতা, অর্থায়ন, বিতরণ, সংরক্ষণ এবং পরবর্তী সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষিতে একটি সমন্বিত আলোচনার জন্য গত ২০ ডিসেম্বর ২০২০ তারিখ নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচ—এর সহযোগীতায় “কোভিড—১৯ টিকা: বাংলাদেশে কে, কখন, কীভাবে পাবে?” শীর্ষক একটি ভার্চুয়াল সংলাপের আয়োজন করা হয়। সংলাপের সারসংক্ষেপ এই ব্রিফিং নোটে তুলে ধরা হয়েছে।
প্রকাশকাল: জানুয়ারি ২০২১