বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন তথা আগামী দিনের পথচলাকে প্রভাবিত করা এবং তাঁর সঠিক দিকনির্দেশনার নিরিখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-র বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত অতিমারির সময়ে এসডিজি বাস্তবায়নের ওপর কোন ধরনের প্রভাব পড়েছে এবং পিছিয়ে পড়া মানুষ এবং নতুনভাবে যারা পেছনে পড়েছেন-তাদের ওপরে এর অভিঘাত বোঝার জন্য নাগরিক প্ল্যাটফর্ম একটি গবেষনা পরিচালনা করে। গবেষনায় উঠে আসা বিষয়সমূহ এবং ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য বাস্তবসম্মত নীতি প্রস্তাব কী হতে পারে তাঁর ওপর গত ১০ মার্চ ২০২২ তারিখে “বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে অতিমারি কী প্রভাব ফেলবে?”- শীর্ষক একটি অবহিতকরণ ও পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনায় মূলত চারটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়। এগুলো হলো: ১) এসডিজির  কোন কোন অভীষ্ট এবং সূচক কোভিড-১৯ অতিমারির ফলে সবচেয়ে বেশি বা কম প্রভাবিত হয়েছে? ২) এসডিজির বিবেচনায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীগুলোর মধ্যে কারা কোভিড ১৯ দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? ৩) এসডিজির প্রেক্ষিতে অতিমারির প্রভাব নিরূপণের জন্য সরকারের কাছে কোনো ব্যবস্থা আছে কী? এবং ৪) আসন্ন জাতীয় বাজেট, অতিমারি-উত্তর পুনরুদ্ধার পরিকল্পনা এবং আসন্ন নির্বাচনী বিতর্কের ক্ষেত্রে কোন ধরনের নীতি গ্রহণ করা যেতে পারে?

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩

Download