করোনা অতিমারি জাতীয় ও বিশ্বব্যাপী বিভিন্ন মাত্রায় ক্ষতির সৃষ্টি করেছে। সমগ্র বিশ্ব যখন এ ক্ষতি কাতিয়ে উঠছিলো, ঠিক তখনই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বিশ্বব্যাপী অনিশ্চয়তার ফর ভোগ করছে। বিশেষত, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে। পিছিয়ে পড়া মানুষ নতুন করে ক্ষতির সম্মুখীন হয়েছে। এ অবস্থায় কিছুদিনের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটে ১৬ মে ২০২২ তারিখে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ, একটি মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে। ব্রিফিংয়ে  উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিরা সামগ্রিকভাবে তাদের সমস্যা, চ্যালেঞ্জ ও আশা-আকাঙ্ক্ষা এবং বাজেটের সাথে জড়িত আর্থ-সামাজিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণ করে।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩

Download