এই সংলাপ সংকলনটি একটি ব্যাতিক্রমধর্মী প্রকাশনা। নাগরিক প্ল্যাটফর্ম নিয়মিতভাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং বাংলাদেশের আর্থ—সামাজিক উন্নয়নের অভিঘাত কিভাবে তাদের জীবনমান, কর্মসংস্থান ও নাগরিক সেবার ওপর পড়ছে, তা নিয়ে বিশ্লেষণধর্মী গবেষণাকর্ম সম্পাদন করে ও নিয়মিত সংলাপ আয়োজন করে। গত দু’বছর এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় প্ল্যাটফর্ম যেসব সংলাপ অনুষ্ঠিত করেছে, তার ওপর ভিত্তি করে এবং আলোচনাসমূহের সারসংক্ষেপ নিয়ে বেশ কয়েকটি ব্রিফিং নোট প্রস্তুত করা হয়েছে। বর্তমান সংকলনে এ ধরণের মোট ২৩টি ব্রিফিং নোট সন্নিবেশিত হয়েছে। আলোচ্য বিষয়ের ওপর ভিত্তি করে ব্রিফিং নোট সমূহ পাঁচটি পৃথক অধ্যায়ে সংকলনে অন্তভুর্ক্ত করা হয়েছে।

কোভিড অতিমারির কারণে স্বাস্থ্য ঝুঁকি ও সাম্প্রতিক সময়ের বাস্তবতার প্রেক্ষাপটে কোভিডকালীন অর্থনীতির গতিপ্রকৃতি নাগরিক জীবনের গুনগত মানকে গভীরভাবে প্রভাবিত করেছে। কোভিডকালে প্রণীত ও বাস্তবায়িত সরকারি নীতিমালার কার্যকারিতা নিয়ে খোলামেলা মতামত প্রদান মৌলিক নাগরিক অধিকার, যা স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের অপরিহার্য অংশ। এ ত্রিমাত্রিক ধারণার সংশ্লেষ ও প্রতিফলন এ সংকলনের অন্যতম বৈশিষ্ট্য।

সমকালীন বাস্তবতার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতিপয় নির্বাচিত ইস্যুর উপর প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপের নির্যাস বৃহত্তর পরিসরে নেয়ার চেষ্টা থেকেই এ সংকলনের প্রকাশ। প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপসমূহের আলোচ্য বিষয়বস্তু ও সুপারিশের গুরুত্ব বর্তমান বাস্তবতায় অস্বীকার করার উপায় নেই। যেসব উৎসাহী পাঠক সমকালীন গুরুত্বপূর্ণ এসব ইস্যু সম্বন্ধে জানতে ও বুঝতে, এবং এসব বিষয়ে তৃনমূলের ভাবনার সাথে পরিচিত হতে আগ্রহী, এ সংকলনটি তাদের ভালো লাগবে এবং অনুপ্রেরণা জোগাবে বলে আমরা একান্তভাবে আশা করি।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২