বাংলাদেশের যুব সমাজ বিভিন্ন ধরণের আর্থ-সামাজিক বৈচিত্র্য সম্পন্ন একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী। বিভিন্ন আলোচনায় দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে যুব সমাজকেই চিহ্নিত করা হয়ে থাকে। কিন্তু একথাও অনস্বীকার্য যে, চলমান কোভিড-১৯ অতিমারির অভিঘাত সব থেকে বেশি পড়েছে যুব সমাজের ওপর, বিশেষত প্রান্তিক এবং পিছিয়ে পড়া যুব গোষ্ঠীর ওপরে যার মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব এবং প্রযুক্তিগত বৈষম্য যুব সমাজের মধ্যে বিচ্ছিন্নতাবোধের জন্ম দিচ্ছে। যুব সমাজের এই বিযুক্ততা সমাজে নানা সমস্যা ও অসংগতির জন্ম দিচ্ছে। বাংলাদেশের আর্থ- সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে যুবসমাজের বিযুক্ততাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করা এখন সময়ের দাবী। এই প্রেক্ষিতে আর্ন্তজাতিক যুব দিবসকে সামনে রেখে ১১ আগষ্ট, ২০২১ তারিখে নাগরিক প্ল্যাটফর্ম একটি ভার্চুয়াল সংলাপের আয়োজন করে। আলোচনার বিষয় ছিল, বাংলাদেশের ‘বিযুক্ত’ যুব সমাজ: কে, কেন এবং কীভাবে? সংলাপে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফর্মের কমিউনিকেশন ফোকাল পয়েন্ট তারান্নুম জিনান। আলোচনার শুরুতে সংগীত পরিবেশন করেন টনি মাইকেল গোমেজ, পরিচালক, টেকনিক্যাল প্রোগাম (অ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। কবিতা আবৃত্তি করেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর সংলাপ ও প্রচার বিভাগের যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য। সংলাপ সঞ্চালনা করেন সিপিডি’র সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

প্রকাশকাল: অক্টোবর ২০২১

 

ডাউনলোড ব্রিফিং নোট