টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) একটি অন্যতম অঙ্গীকার হলো প্রান্তিক, বৈষম্যের শিকার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের অংশীদার করা। ২০৩০ সালের মধ্যে সুষ্ঠুভাবে এসডিজি বাস্তবায়ন করতে হলে সরকারের পাশাপাশি ব্যক্তিখাত ও নাগরিক সমাজের বিভিন্ন অংশীজনের সম্মিলিত অবদান রাখা অত্যন্ত জরুরি। তাই প্রয়োজন বেসরকারি পর্যায়ের কার্যকরভাবে ভূমিকা রাখার সুযোগ প্রশস্ত করা এবং দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এই লক্ষ্য থেকেই এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজন করা হয় ‘নাগরিক সম্মেলন ২০১৭: বাংলাদেশে এসডিজি বাস্তবায়ন – কাউকে পেছনে রাখা যাবে না’।
এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিক প্ল্যাটফর্মের ৭৪টি সহযোগী প্রতিষ্ঠানসহ চার শতাধিক সরকারি-বেসরকারি সংস্থা এবং বিভিন্ন শ্রেণি-পেশায় নিয়োজিত প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন। বর্তমান প্রকাশনাটিতে সম্মেলনের বিভিন্ন পর্বের আলোচনা, বক্তব্য ও উপস্থাপনাসমূহ একত্রে সংকলিত করা হয়েছে।
জনগণের মাঝে দেশে এসডিজি তথা বৈশ্বিক এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের সাথে সম্পর্কে বিভিন্ন সরকারি-বেসরকারি অংশীজনদের কার্যক্রম সম্পর্কে একটি সম্যক উপলব্ধি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে সমাজের বৃহত্তর অংশের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত সেসব মানুষের মধ্যে একটি জাগ্রত কণ্ঠস্বর সঞ্চার করার আকাঙ্খায় এই সংকলনটি প্রকাশিত হলো। আশা করা যায়, সম্মেলনে উঠে আসা মতামত ও সুপারিশগুলো পরবর্তীকালে বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য উপকারী হবে।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০১৮