চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। চালের এই বর্ধিত মূল্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ তৈরি করছে। কিন্তু এই বাড়তি মূল্য কৃষক পর্যন্ত যাচ্ছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে এই দাম বৃদ্ধির জন্য মিল মালিক এবং আড়তদারদের প্রভাবের কথাও উল্লেখ করেন কেউ কেউ। এই অবস্থার প্রেক্ষাপটে দুটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। সেগুলি হলো – চালের দাম কেন বৃদ্ধি পাচ্ছে এবং এই বাড়তি মূল্যের কারনে কে লাভবান হচ্ছে। এই পরিপ্রক্ষিতে ১০ জানুয়ারি ২০২১, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ ‘চালের দাম বাড়ছে কেন? কার লাভ, কার ক্ষতি’ শীর্ষক একটি ভার্চুয়াল সংলাপের আয়োজন করে। বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষি বিষয়ক সরকারি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা, আড়তদার, চাল ব্যবসায়ী, চালকল মালিক, গ্রামীণ কৃষক এই সংলাপে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ও মন্তব্য তুলে ধরেন।

প্রকাশকাল: আগস্ট ২০২১