করোনাভাইরাস অতিমারির কারণে গতবছরের মার্চ মাস থেকে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি বাতিল হয়েছে বিভিন্ন পর্যায়ের পাবলিক পরীক্ষা। সাম্প্রতিক সময়ে মাননীয় প্রাধানমন্ত্রী জানিয়েছেন যে, পরিস্থিতি বিবেচনা করে আগামী মার্চ-এপ্রিল মাসে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া গাইডলাইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ রয়েছে। শিক্ষার সাথে সংশ্লিষ্ট এবং শিক্ষানুরাগীদের নিয়ে এই বিষয় বিস্তারিত আলোচনার জন্য এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ­ এবং এডুকেশন ওয়াচ ও গণসাক্ষরতা অভিযান- এর সহ-আয়োজনে ২৩ ফেব্রুয়ারী ২০২১ তারিখে “অবশেষে স্কুল খুলছে: আমরা কতখানি প্রস্তুত?” শীর্ষক একটি ভার্চুয়াল সংলাপের আয়োজন করা হয়। যদিও পরবর্তীতে করোনা পরিস্থিতির অবনতি বিবেচনা করে শিক্ষা-প্রতিষ্ঠানসমূহ খোলার সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়, একথা অস্বীকার করা যাবে না যে, যখনই এসব প্রতিষ্ঠান আবার খোলা হোক না কেন, প্রয়োজন হবে সুনির্দিষ্ট প্রস্তুতিমূলক পদক্ষেপের। সে বিচারে এই আলোচনাটি আলাদা গুরুত্ব বহন করে।

ঢাকা ও ঢাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং শিক্ষানুরাগী অনেকেই এই সংলাপে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এছাড়াও নাগরিক প্ল্যাটফর্ম-র সহযোগী প্রতিষ্ঠানসমূহ এবং গণমাধ্যমকর্মীরা এই সংলাপে উপস্থিত ছিলেন।

প্রকাশকাল: এপ্রিল ২০২১