বর্তমানে জাতীয় পর্যায় থেকে শুরু করে স্থানীয় ও তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা এবং তারা সেটি পূর্ণাঙ্গভাবে পাচ্ছে কি না—সে বিষয়গুলো নিয়ে আলোচনা সাধারণত দেখা যায় না। যাদের জন্য এই উন্নয়ন আয়োজন তারা স্থানীয় পর্যায়ে থেকে এই বিষয়গুলোকে কিভাবে দেখছে সেটা জানা অত্যন্ত জরুরি। আমরা লক্ষ্য করি যে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর জাতীয় কিংবা স্থানীয় বিভিন্ন পর্যায়ে ও মঞ্চে জোরালোভাবে প্রতিফলিত হয় না। কিন্তু এটাও সুবিদিত যে, নাগরিক সমাজের অনেকেই এসকল জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করে চলেছেন। এ বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম গত ৪ জুন ২০২২ তারিখে রংপুরে বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি এবং একইসাথে তাদের সাথে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেন ও তাদের বিষয়াবলী নিয়ে চিন্তা করেন, সে সকল ব্যক্তিবর্গদের নিয়ে একটি নাগরিক পরামর্শ সভার আয়োজন করে। যেহেতু নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রমের একটি প্রধান উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আশা- আকাঙ্ক্ষাগুলোকে জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা, সে লক্ষ্য থেকেই স্থানীয় পর্যায়ের নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা করাই ছিল এই সভার মুখ্য উদ্দেশ্য।
Leave A Comment