বাংলাদেশের উন্নয়ন আখ্যান ও সমান্তরাল বাস্তবতা: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাবনা
গত পঞ্চাশ বছরে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু উন্নয়নের এই অর্জনগুলো কী দেশের সবার মধ্যে সুষমভাবে পৌঁছেছে, নাকি উন্নয়ন শুধু মেগাপ্রকল্পের মধ্যে আটকে আছে? – এই উদ্বেগ জাতীয় আলোচনায় এখনো জোরালোভাবে স্থান পায়নি।