সরকার কি আগামী বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো প্রতিফলিত করবে?
২০২৪-২৫ অর্থবছরের বাজেট নির্বাচন পরবর্তী সরকারের জন্য নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি প্রধান মাইলফলক। আসছে জুন মাসে এ বাজেট প্রস্তাব করা হবে।
নাগরিক প্ল্যাটফর্ম তার সহযোগী প্রতিষ্ঠানদের সাথে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিগুলো কীভাবে জাতীয় বাজেটে প্রতিফলিত হতে পারে তার একটি বিশ্লেষণ ও সুপারিশ প্রস্তুত করছে।
এই প্রেক্ষাপটে বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতির আলোকে আসন্ন জাতীয় বাজেটে পিছিয়ে পড়া মানুষের দৃষ্টিকোণ থেকে কোন কোন বিষয়গুলো থাকা দরকার বলে আপনি মনে করেন?
আপনার মতামত আমাদের জানান। আমরা সেই মতামত আমাদের সুপারিশে অন্তর্ভূক্ত করব। আপনার মতামত প্রতিফলিত হোক আগামীর বাংলাদেশ নির্মাণে।
উল্লেখ্য যে, কার্যক্রমটি সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। সার্বিক কার্যক্রমে সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
Leave A Comment